PM Modi News: ৫২ লক্ষ বাড়ি, মতুয়াদের আশ্বাস! কুয়াশার চাদরে ঢাকা পড়া বার্তা দিনশেষে তুলে ধরলেন মোদী

PM Modi After Bengal Visit: আবাস নিয়ে বাংলায় বিতর্ক কম নয়। কেন্দ্রের অভিযোগ, রাজ্য় ওই অনুদানের টাকা নিয়ে নয়ছয় করছে। রাজ্যের অভিযোগ, কেন্দ্র প্রাপ্য প্রদান করছে না। তবে নদিয়ার সভায় এই প্রসঙ্গে যে কথা বলা হল না। মোদী তা বললেন নিজের সমাজমাধ্য়মে।

PM Modi News: ৫২ লক্ষ বাড়ি, মতুয়াদের আশ্বাস! কুয়াশার চাদরে ঢাকা পড়া বার্তা দিনশেষে তুলে ধরলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

|

Dec 20, 2025 | 8:14 PM

নয়াদিল্লি: কিছু কথা অধরা থেকে গেল। বলা হল। শনিবার নদিয়ার তাহেরপুরে প্রশাসনিক ও রাজনৈতিক সভা মিলিয়ে দুই মঞ্চে মোট ৭৫ মিনিট থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তা হল না। বরং তিনি পশ্চিমবঙ্গ সফর সারলেন কলকাতায় বসে, তাও আবার মিনিট ১৫-এর মধ্য়েই। গোটাটাই হল ভার্চুয়ালি। যার জেরে কিছু কথা যেন বলা বাকি থাকল।

বাংলা থেকে ফিরে যাওয়ার পর সেই ইস্যুগুলিকেই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্য়ান্ডেল থেকেই বার্তা দিলেন তিনি।

মোদীর চোখে নদিয়া

মোদীর চোখে এই জেলা বিশেষ। নিজের এক্স হ্যান্ডেল থেকে সেটাই লিখলেন তিনি। জানালেন, ‘এটা চৈতন্য মহাপ্রভুর স্থান। এখানকার মতুয়া ভাই-বোনদের মধ্যে সেই আদর্শই ফুটে ওঠে। বাংলা ও বিশেষ করে নদিয়ার বিকাশের জন্য কাজ করা একটি সৌভাগ্যের বিষয়।’

৫২ লক্ষ বাড়ি

আবাস নিয়ে বাংলায় বিতর্ক কম নয়। কেন্দ্রের অভিযোগ, রাজ্য় ওই অনুদানের টাকা নিয়ে নয়ছয় করছে। রাজ্যের অভিযোগ, কেন্দ্র প্রাপ্য প্রদান করছে না। তবে নদিয়ার সভায় এই প্রসঙ্গে যে কথা বলা হল না। মোদী তা বললেন নিজের সমাজমাধ্য়মে।

লিখলেন, ‘বাংলার মানুষের জন্য আমাদের সরকার প্রতি নিয়ত পরিশ্রম করে চলেছে। ইতিমধ্যে ৫২ লক্ষ মানুষকে ঘর দেওয়া হয়েছে। এই রাজ্যের ১ কোটির বেশি মানুষ কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের ভুক্তভোগী। একবার বাংলায় বিজেপির সরকার তৈরি হোক, এই বিকাশই আরও দ্রুত গতিতে হবে।’

স্বাস্থ্য়সাথী নয় আয়ুষ্মান ভারত

আয়ুষ্মান ভারতের পক্ষে সওয়াল মোদীর। লিখলেন, ‘মানুষকে সস্তায় উন্নতমানের চিকিৎসা প্রদানের জন্য আমরা বাংলাজুড়ে ১৩ হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি করে দিয়েছি।’

বাংলায় মহাজঙ্গলরাজ

এই নিয়ে ভার্চুয়ালি বার্তা দিয়েছেন তিনি। তবে আবারও সেই জঙ্গলরাজের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন মোদী। নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বিহারের মানুষজন দেখিয়ে দিয়েছেন। এবার বাংলার পালা। এখানে তৃণমূলের মহাজঙ্গলরাজ উপড়ে ফেলতে হবে।’

সুশাসন বিশ্বাসী বিজেপি

তোলাবাজি-কাটমানি নিয়ে ব্যস্ত তৃণমূল। তবে বিজেপি ভাবে সুশাসনের কথা। নিজের এক্স হ্যান্ডেল থেকে সেই বার্তাই দিয়েছেন মোদী। লিখেছেন, ‘তৃণমূল শুধুই কাটমানি নিয়ে ব্য়স্ত থাকে। আজ এই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আবাসন, স্বাস্থ্য, শিক্ষার মতো হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলা বঞ্চিত হয়ে পড়ে রয়েছে।’

উন্নয়ন বিরোধী রাজ্য সরকার

মোদীর কথায়, ‘তৃণমূল একশো বার মোদীর বিরোধিতা করতে পারে, বিজেপির বিরোধিতা করতে পারে। কিন্তু তাঁরা বাংলার উন্নয়ন বিরোধী কেন হয়ে উঠেছে?’

যুবভারতী কাণ্ডে মোদী

বাংলায় মেসির আগমন, তা ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা নিয়েও মুখ খুললেন মোদী। লিখলেন, ‘গত কয়েক বছরে বাংলার মানুষজন প্রচুর কিছু সহ্য করছেন। এমনকি, বাংলার নারী শক্তির অধঃপতন লক্ষণীয়। পাশাপাশি, বাংলার মতো একটি ফুটবলপ্রেমী রাজ্যকে শুধুমাত্র তৃণমূলের জন্য কতটাই না অপমানিত হতে হল। কত ফুটবল-প্রেমীদের মন ভাঙল।’

অনুপ্রবেশকারী ইস্যুতে মোদী

এসআইআর আবহে অনুপ্রবেশকারী ইস্যু অধরা থাকতে পারে, এমনটা হয় না। মোদী লিখলেন, ‘তৃণমূল নিজেদের সর্বোচ্চ শক্তির ব্য়বহার করে অনুপ্রবেশকারীদের নিরাপত্তা প্রদান করছে। মোদী কথা দিচ্ছে, বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হয় তা দেখিয়ে দেওয়া হবে।’

মতুয়াদের আশ্বাস

এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে পরিষেবা দেওয়ার আশ্বাস দিচ্ছি। তৃণমূলের দয়ায় ওরা বেঁচে নেই। ভারতে সম্মানের সঙ্গে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে। তার জন্য নাগরিকত্ব আইনকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গে বিজেপি শপথ নিলে আরও বেশি পরিষেবা পাবেন মতুয়া ও নমঃশূদ্ররা।”