WITT 2025: পঞ্জাবের অলিতেগলিতে ‘বুলডোজার অ্যাকশন’! যুক্তি খাড়া করে সমর্থন ভগবন্ত মানের

Avra Chattopadhyay |

Mar 29, 2025 | 6:44 PM

WITT 2025: TV9 নেটওয়ার্কের আয়োজিতে এই সম্মেলনে যোগদান করে ভগবন্ত মান 'বুলডোজার রাজনীতির' দিকে তির ছোড়েন। তাঁর দাবি, 'দেশজুড়ে বুলডোজার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠছে। কোথায় বুলডোজার চালানো হবে, তা একমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন ভোটাররা।'

WITT 2025: পঞ্জাবের অলিতেগলিতে বুলডোজার অ্যাকশন! যুক্তি খাড়া করে সমর্থন ভগবন্ত মানের
ভগবন্ত মান

Follow Us

নয়াদিল্লি: গুটি গুটি পায়ে দ্বিতীয় দিনে পা দিয়েছে TV9 নেটওয়ার্ক আয়োজিত ‘What India Thinks Today’। এদিনের শীর্ষ সম্মেলনে শাসকদলের মন্ত্রী-সাংসদদের পাশাপাশি উপস্থিত হয়েছেন বিরোধী সাংসদ-বিধায়করাও। শনিবারের সম্মেলনে ইতিমধ্যেই যোগ দিয়েছেন পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মুখোমুখি সাক্ষাৎকারেও বসেছেন তিনি।

TV9 নেটওয়ার্কের আয়োজিতে এই সম্মেলনে যোগদান করে ভগবন্ত মান ‘বুলডোজার রাজনীতির’ দিকে তির ছোড়েন। তাঁর দাবি, ‘দেশজুড়ে বুলডোজার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠছে। কোথায় বুলডোজার চালানো হবে, তা একমাত্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন ভোটাররা।’

এরপরই পাল্টা আপ মুখ্যমন্ত্রীকে পঞ্জাবে করা ‘বুলডোজার অ্যাকশন’ নিয়ে প্রশ্ন তুলতেই তিনি বলেন, ‘আমরা অন্য কারওর মতো এই বুলডোজার অ্যাকশন চালাচ্ছি না। বর্তমানে পঞ্জাব প্রশাসনের মূল শত্রু রাজ্যের অন্দরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাদক চক্রগুলি। আমাদের রাজ্য সীমানা ঘেঁষা, পড়শি দেশ থেকে প্রচুর পরিমাণে মাদক এখানে পাচার করা হচ্ছে।’

এরপরেই তাঁর দাবি, ‘সেই মাদক পাচার রুখতে ও মাদক চক্র ভাঙতেই, আমরা আইন মেনে সন্দেহভাজন বাড়িগুলিতে অভিযান চালিয়ে তা ভেঙে দিচ্ছি।’ তিনি আরও জানিয়েছেন, ‘পঞ্জাবে বুলডোজার অ্যাকশন প্রয়োজন। তবে তা সে রাজ্যের অন্দরে তৈরি মাদক চক্রগুলিকে ভাঙতে। এটাই আমাদের ন্যায়বিচার।’

শনিবার সম্মেলনে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে কৃষক আন্দোলনের কথাও। সম্প্রতি, পঞ্জাব পুলিশ শম্ভু সীমানায় চলা কৃষকদের আন্দোলনকে ছত্রভঙ্গ করেছে। দেখা গিয়েছিল, সীমানা সাফাইয়ে নেমে কৃষকদের উপর লাঠিচার্জও করে তারা। এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কৃষকদের আন্দোলনকে আমি আজও সমর্থন করি। কিন্তু সীমানাজুড়ে তাদের আন্দোলনের কারণে মানুষ অসুবিধায় পড়ছিল। ব্যবসার ক্ষতি হচ্ছিল।’

Next Article