WITT 2025: এই নির্বাচনে হল না! আসন্ন নির্বাচনে জোট বাঁধবে আপ-কংগ্রেস? উত্তর দিলেন ভগবন্ত মান
WITT 2025: এরপর মুখ্যমন্ত্রী প্রশ্ন করা হয়, আগামী নির্বাচনে ফের একবার কংগ্রেস জোট গড়লে আপ তাতে অংশ নেবে কি না? সেই প্রশ্নের উত্তরে ভগবন্ত মান জানান, 'এই প্রশ্নের উত্তরটা পরিস্থিতিই দেবে।'

নয়াদিল্লি: জাতীয় স্তরে বিরোধীরা শরিক। তারা বেঁধেছে জোট। কিন্তু সেই জোটেরই খোঁজ মেলে না আঞ্চলিক রাজনীতিতে। জাতীয় রাজনীতি থেকে বেরিয়ে যখন প্রসঙ্গটা হয় তৃণমূল স্তরের রাজনীতির। তখনই কংগ্রেসের থেকে একটু এড়িয়ে চলতেই পছন্দ করে আঞ্চলিক দলগুলি।
জোটে থেকেও জোটের অন্দরে শরিকদের মধ্যে এমন বিচ্ছিন্ন মনোভাব ফুটে উঠেছিল গত লোকসভাতেই। জাতীয় স্তরে কংগ্রেস-তৃণমূল বন্ধু। কিন্তু বাংলায় তারা ‘জাত শত্রু’। একই ছবি দেখা গিয়েছিল, পঞ্জাবেও। লোকসভা নির্বাচনে জাতীয় স্তরে ‘বন্ধু’ কংগ্রেস-আপ। কিন্তু আঞ্চলিক স্তরে তারা ‘শত্রু’।
শনিবার TV9 নেটওয়ার্কের আয়োজিত ‘What India Think Today’ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল জোটের সেই ‘বিভেদের’ কথাই। তিনি বলেন, ‘সমস্ত বিরোধী দলরাই হাতে হাত মিলিয়ে সংবিধান রক্ষায় নেমেছিল। তৃণমূল, সপা, স্ট্যালিনের দল, সবাই জোটে অংশ নিয়েছিল। কিন্তু আমরা পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে হাত মেলায়নি। লোকসভা নির্বাচনে ১৩টি আসনে দুই দল একাই দাঁড়িয়েছিল।’
এরপর মুখ্যমন্ত্রী প্রশ্ন করা হয়, আগামী নির্বাচনে ফের একবার কংগ্রেস জোট গড়লে আপ তাতে অংশ নেবে কি না? সেই প্রশ্নের উত্তরে ভগবন্ত মান জানান, ‘এই প্রশ্নের উত্তরটা পরিস্থিতিই দেবে।’





