Nasal Vaccine Price: ভারত বায়োটকের ন্যাসাল টিকা মিলবে জানুয়ারিতেই, দাম কত হবে জানেন?

Booster Dose: ভারত বায়োটেক তৈরি করেছে এই ন্যাসাল ভ্যাকসিন। নাম ইনকোভ্যাক। কিছু দিনের মধ্যেই দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে দেওয়া হবে এই টিকা।

Nasal Vaccine Price: ভারত বায়োটকের ন্যাসাল টিকা মিলবে জানুয়ারিতেই, দাম কত হবে জানেন?
ভারত বায়োটেকের ন্যাসাল ভ্যাকসিন

| Edited By: অংশুমান গোস্বামী

Dec 27, 2022 | 1:57 PM

নয়াদিল্লি: বিশ্বের বিভিন্ন দেশে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করতেই সতর্ক হচ্ছে ভারত। সংক্রমণের বাড়বাড়ন্ত যাতে এ দেশে না হয় সে জন্য বুস্টার ডোজে়র উপর ফের জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই ন্যাসাল কোভিড টিকা বুস্টার ডোজ় হিসাবে দেওয়ার অনুমোদন এসেছে। ভারত বায়োটেক তৈরি করেছে এই ন্যাসাল ভ্যাকসিন। নাম ইনকোভ্যাক। কিছু দিনের মধ্যেই দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে দেওয়া হবে এই টিকা। ইঞ্জেকশন নয়, নাকের মাধ্যমে এই টিকা নিতে হবে। কিন্তু দাম কত হতে পারে। সম্প্রতি তা সূত্র মারফত জানা গিয়েছে।

ন্যাসাল ভ্যাকসিন- বি বি ভি ১৫৪-কে (BBV154) নভেম্বর মাসেই ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অব ইন্ডিয়া (ডি জি সি আই)। হেটেরোলোগাস বুস্টার ডোজ় হিসাবে জরুরিকালীন ভিত্তিতে এর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ১৮ বছরের বেশি বয়সিদের মধ্যেই এই ন্যাসাল ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে এক সরকারি আধিকারিক বলেন , “ভারত সরকার ন্যাসাল ভ্যাকসিনের ব্যবহারে অনুমোদন দিয়েছে। হেটেরোলোগাস বুস্টার ডোজ় প্রথমে বেসরকারি হাসপাতালগুলিতে পাওয়া যাবে। কোভিড টিকাকরণ কর্মসূচির অধীনেই এটিকে অন্তর্ভুক্ত করা হবে।”

ভারতেই তৈরি হয়েছে এই ন্যাসাল ভ্যাকসিন। যা কোভিড টিকা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলস্টোন। বিষয়টি নিয়ে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই)-এর চেয়ারম্যান এন কে আরোরা সংবাদসংস্থা পি টি আই-কে বলেছেন, “ভারতের গবেষণা ও টিকা তৈরির ক্ষেত্রে এই ন্যাসাল ভ্যাকসিন অন্যতম মাইলস্টোন। এই টিকা দেওয়া সহজ। এবং খুব সহজে শ্বাসনালিতে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। সেখান দিয়েই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে। সে ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থাকে আরও জোরদার গড়ে তুলবে এই টিকা। সতর্কতামূলক বুস্টার ডোজ হিসাবে নতুন বিকল্প তৈরি হল এই ন্যাসাল টিকার অনুমোদনে।”

কিন্তু এই টিকার দাম কত হবে তা নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মতে। সূত্র মারফত জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালে এই টিকার দাম হবে ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি এবং বেসরকারি হাসপাতালের সার্ভিস চার্জ। সব মিলিয়ে এই ন্যাসাল টিকা বেসরকারি হাসপাতালে নিলে মাথাপিছু খরচ হতে পারে ১০০০ টাকা মতো। কিন্তু সরকারি হাসপাতালে তুলনায় কম দামে এটি পাওয়া যেতে পারে। ৩২৫ টাকাতেই এটি সরকারি হাসপাতালে পাওয়া যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও কেন্দ্র বা রাজ্য কোনও সরকারই এ নিয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করেনি। তবে জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকেই এই টিকা দেওয়া শুরু হতে পারে বলে জানা গিয়েছে।