
নয়া দিল্লি: ‘অপারেশন সিঁদুর’ জারি রেখেছে ভারতীয় সেনা। তারই মধ্যে পাকিস্তান ও ভারতের সীমান্তে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভারত পাকিস্তানের সব আক্রমণ ব্যর্থ করার চেষ্টা করে যাচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে, জম্মু ও কাশ্মীরে জরুরি চিকিৎসা জন্য ‘ভীষ্ম কিউব’ তৈরি করা হচ্ছে।
জরুরি চিকিৎসা পরিষেবা জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকারের আরোগ্য মৈত্রী প্রকল্পের অধীনে প্রস্তুত করা ভীষ্ম কিউবগুলি বর্তমানে জম্মু ও কাশ্মীর সীমান্তে মোতায়েনের জন্য পাঠানো হয়েছে। এই কিউবগুলি কার্যত হাসপাতালের মতো। যে কোনও দুর্যোগ বা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কাজে লাগতে পারে এগুলি।
এই কিউবগুলিতে ২০০ জন আহত ব্যক্তির একসঙ্গে চিকিৎসা করা সম্ভব। ভীষ্ম কিউবগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের আঘাতের চিকিৎসা করা যেতে পারে এইসব কিউবে। বন্দুকের গুলির ক্ষত থেকে শুরু করে পুড়ে যাওয়া, মাথা, বুক বা মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগলেও চিকিৎসা হতে পারে এই কিউবে। এই হাসপাতালগুলিতে রয়েছে অত্যাধুনিক সরঞ্জাম।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা আরোগ্য মৈত্রী প্রকল্পের আওতায় ভারত কেবল দেশেই নয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলিতেও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে থাকে।
এইচএলএল লাইফকেয়ার লিমিটেডকে ভীষ্ম কিউব তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই টিম সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ৩০০-৪০০ জন ডাক্তারকে অনলাইন এবং অফলাইন প্রশিক্ষণ দিয়েছে যাতে তারা জরুরি পরিস্থিতিতে এই পোর্টেবল হাসপাতালগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারেন।