By Poll Results: ইন্ডিয়া জোটের জয়জয়কার, বিজেপির কপালে ভাঁজ ফেলে রাহুলদের চওড়া হাসি

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 13, 2024 | 3:20 PM

By Polls Result: এ দিন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্য় প্রদেশ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব ও বিহারের মোট ১৩টি আসনের উপনির্বাচনের ফল প্রকাশ।  এরমধ্যে অধিকাংশ রাজ্যেই এগিয়ে ইন্ডিয়া জোট। কোথাও কংগ্রেস, কোথাও আম আদমি পার্টি, রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস, জনগণের আস্থা বিরোধী জোটের দলগুলির উপরেই।

By Poll Results: ইন্ডিয়া জোটের জয়জয়কার, বিজেপির কপালে ভাঁজ ফেলে রাহুলদের চওড়া হাসি
বাংলায় তৃণমূল কংগ্রেস, পঞ্জাবে আম আদমি পার্টির জয়।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: লোকসভার পর উপ-নির্বাচনেও এনডিএ-কে জোর ধাক্কা দিল ইন্ডিয়া জোট। ৭ রাজ্যের ১৩টি আসনের মধ্য়ে ৬ আসনেই জিতে গেল ইন্ডিয়া জোট। এগিয়েও রয়েছে ৫টি আসনে। সেখানে বিজেপির একমাত্র ভরসা হিমাচল প্রদেশের হামিরপুর। সেখানে খুব কম মার্জিনে এগিয়ে বিজেপি প্রার্থী।

লোকসভা নির্বাচনে যেখানে বিজেপির টার্গেট ছিল ৩৫০ আসন সংখ্যা পার, সেখানেই একক সংখ্যাগরিষ্ঠতার মার্জিনও পার করতে পারেনি গেরুয়া শিবির। ২৪২টি আসনে থেমেছিল বিজয়রথ। এনডিএ-র জোট শরিকদের নিয়ে সরকার গঠন করেছে তৃতীয়বার।

এ দিন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্য় প্রদেশ, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব ও বিহারের মোট ১৩টি আসনের উপনির্বাচনের ফল প্রকাশ।  এরমধ্যে অধিকাংশ রাজ্যেই এগিয়ে ইন্ডিয়া জোট। কোথাও কংগ্রেস, কোথাও আম আদমি পার্টি, রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস, জনগণের আস্থা বিরোধী জোটের দলগুলির উপরেই।

পশ্চিমবঙ্গের মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে উপ-নির্বাচন হয়। এর মধ্যে মানিকতলায় জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে, বাগদায় জিতেছেন ঠাকুর পরিবারের সদস্য তথা তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও জয়ী তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। রায়গঞ্জ কেন্দ্রে জিতেছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

  •  পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে জিতেছেন আম আদমি পার্টির প্রার্থী মোহিন্দর ভগৎ।
  • বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনেও হিমাচল প্রদেশে ফের একবার কংগ্রেসের উত্থান হচ্ছে। দেহরা আসন থেকে জিতেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। ৯৩৯৯ ভোটে হারিয়েছেন বিজেপির প্রার্থীকে।
  • নালাগড় থেকে কংগ্রেসের হরদীপ সিং বাওয়া জিতেছেন ৮৯৯০ ভোটে। হামিরপুর আসনে একমাত্র জিতেছে বিজেপি। আশীষ শর্মা মাত্র ১৫৭১ ভোটের ব্যবধানে জিতেছেন।
  • উত্তরাখণ্ডের মঙ্গলৌরে ১২৫৪০ ভোটের ব্য়বধানে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কাজি নিজ়ামুদ্দিন। বদ্রীনাথে কংগ্রেসের লখপত সিং বুটোলা এগিয়ে রয়েছেন।
  • তামিলনাড়ুতে ডিএমকে-র প্রার্থী আনিয়ুর সিভা এগিয়ে রয়েছেন বিক্রবান্ডি আসন থেকে।
  • বিহারে জেডি(ইউ)-র কালাধর প্রসাদ মণ্ডল প্রথমে এগিয়ে থাকলেও, পরে ৫ হাজার ভোটে পিছিয়ে পড়েন রুপাউলি আসন থেকে।
  • মধ্য প্রদেশের চিঞ্চওয়াড়া আসনে বিজেপির প্রার্থী কমলেশ প্রতাপ শাহ ১৭৪৭ আসনে এগিয়ে রয়েছেন।
Next Article