Aadhaar Card: বড় বদল আধার কার্ডে, থাকবে না নাম-ছবিও
Aadhaar Card: কিউ আর কোড স্ক্যান করার জন্য নতুন অ্যাপ আনা হবে ইউআইডিএআই-এর তরফে। কিউআর কোড তাতেই স্ক্যান করতে হবে। যে এম আধার অ্যাপটি বর্তমানে আসছে, সেটি এবার থেকে আর ব্যবহার করা যাবে না। সংস্থার সিইও ভূপেশ কুমার।
বেশিদিন নয়। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসেই আসছে নতুন আধার কার্ড।একেবারে নতুন চেহারায়। নতুন ডিজাইনে। সেই কার্ড হবে বর্তমানের থেকে অনেক সংক্ষিপ্ত। খুব বেশি কোনও তথ্য থাকবে না তাতে।
থাকবে না আধার কার্ড হোল্ডারের নাম, থাকবে না ঠিকানা। শুধু মাত্র ছবি আর একটি কিউআর কোড থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করলে তথ্য মিলবে। অনলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই ব্যবস্থা বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ। নতুন বৈশিষ্ট্যে তথ্য অনেক বেশি সুরক্ষিত থাকবে বলে মনে করা হচ্ছে।
Published on: Nov 20, 2025 11:53 PM

