Ration Allocation Change: রেশনে বরাদ্দ কমল চালের, কত কেজি চাল পাবেন এই মাস থেকে?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 06, 2024 | 8:03 AM

Ration Card: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদল আনা হচ্ছে। এবার থেকে রেশনে কম চাল পাওয়া যাবে। বরাদ্দ বাড়ছে গমের। ১ নভেম্বর থেকেই সমস্ত রেশন দোকানে এই নিয়ম চালু করতে বলা হয়েছে।

Ration Allocation Change: রেশনে বরাদ্দ কমল চালের, কত কেজি চাল পাবেন এই মাস থেকে?
রেশনের লম্বা লাইন।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: গরিব মানুষদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন জোগানোর জন্যই রেশনের উদ্যোগ সরকারের। দেশের একটা বড় সংখ্যক মানুষ এই রেশনের উপরই নির্ভরশীল। এবার রেশন কার্ড নিয়েই রয়েছে বড় খবর। বদলে গেল রেশন কার্ডে বরাদ্দ শস্যের নিয়ম। রেশনে প্রাপ্ত চাল ও গমের পরিমাণে বদল এল। ১ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদল আনা হচ্ছে। এবার থেকে রেশনে কম চাল পাওয়া যাবে। বরাদ্দ বাড়ছে গমের। ১ নভেম্বর থেকেই সমস্ত রেশন দোকানে এই নিয়ম চালু করতে বলা হয়েছে।

কত কেজি চাল পাওয়া যাবে রেশনে?

আগে রেশন কার্ডে তিন কেজি চাল পাওয়া যেত। গম পাওয়া যেত দুই কেজি। তবে এই মাস থেকেই তিন কেজির বদলে রেশনে আড়াই কেজি চাল পাওয়া যাবে। বরং বরাদ্দ বেড়েছে গমের। এবার থেকে দুই কেজির বদলে আড়াই কেজি গম পাওয়া যাবে। রেশনে চাল ও গমের পরিমাণ সমান করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

অন্ত্যোদয় কার্ডেও বরাদ্দ বদল-

রেশনের অন্ত্যোদয় কার্ড, যেখানে ৩৫ কেজি পর্যন্ত খাদ্যশস্য পাওয়া যায়, সেই কার্ডেও নিয়মে পরিবর্তন হয়েছে। এবার থেকে এই কার্ড হোল্ডাররা মাসে ১৮ কেজি চাল ও ১৭ কেজি গম পাবেন। আগে ৩০ কেজি চাল ও ১৪ কেজি গম দেওয়া হত।

প্রসঙ্গত, এক মাস আগেই কেন্দ্রের তরফে ৯ রাজ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে চাল ও গমের বরাদ্দে বদল আনা হয়। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে চালের পাশাপাশি গম দেওয়ারও ঘোষণা করা হয়।

Next Article
Bullet train bridge collapses: তৈরির আগেই ভেঙে পড়ল বুলেট ট্রেনের সেতু, আটকে বহু মানুষ
Bizarre: স্টেজে গান গাইতে গাইতেই মুরগির গলা কাটলেন জনপ্রিয় শিল্পী, ঢকঢক করে খেলেন রক্তও! আতঙ্কে মূর্ছা গেলেন ভক্তরা