BIG Explosion: অফিসের লাঞ্চ টাইমে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৭ জনের মৃত্যু

BIG Explosion: দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে আনা হয় বিপর্যয় মোকাবিলা দফতরকে। জানা গিয়েছে, ১৩ জনকে উদ্ধার করা হয়েছে, যারা ভিতরে আটকে পড়েছিলেন।

BIG Explosion: অফিসের লাঞ্চ টাইমে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৭ জনের মৃত্যু
কালো ধোঁয়ায় ভরে যায় অফিস চত্বরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 21, 2024 | 11:33 PM

অন্ধ্র প্রদেশ: ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু ১৭ জনের। আহত ৪১ জন। অন্ধ্র প্রদেশের আঙ্কাপাল্লের ঘটনা। বুধবার বিস্ফোরণ ঘটে অচুতাপুরম স্পেশাল ইকনমিক জোনে। একটি ফার্মা প্লান্টে ঘটেছে ওই বিস্ফোরণের ঘটনা। আহতদের দ্রুত উদ্ধার করে এনটিআর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ডিস্ট্রিক্ট কালেকটর জানিয়েছেন, রিঅ্যাকটরে কোনও বিস্ফোরণ হয়নি। ইলেকট্রিসিটির সঙ্গে এই বিস্ফোরণের সংযোগ আছে। ওই প্লান্টে দুটি শিফট মিলিয়ে প্রায় ৩৮০ জন কাজ করে বলে জানা গিয়েছে।

এদিন দুপুর ২টো ১৫ নাগাদ ঘটনাটি ঘটে। ছবিতে দেখা যাচ্ছে, কীভাবে কালো ধোঁয়া গ্রাস করেছে গোটা গ্রামকে। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পুলিশকর্মী ও ডিস্ট্রিক্ট কালেকটরের সঙ্গে কথা বলেছেন তিনি। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে আনা হয় বিপর্যয় মোকাবিলা দফতরকে। জানা গিয়েছে, ১৩ জনকে উদ্ধার করা হয়েছে, যারা ভিতরে আটকে পড়েছিলেন।

ফার্মা সংস্থা হওয়ায় ভিতরে অনেক রাসায়নিক ছিল বলে জানা গিয়েছে। ২০১৯ সালে এই ফার্মা সংস্থায় উৎপাদন শুরু হয়। প্রায় ৪০ একর ক্যাম্পাসের ওপর অবস্থিত এই সংস্থা।