
নয়া দিল্লি: যাঁরা শহরে প্রথমবার বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন। তাঁদের জন্য সুখবর দিতে চলেছে মোদী সরকার। এই খবর আগেই শোনা গিয়েছিল। কিন্তু, কবে থেকে সেই ছাড় মিলবে তা নিয়ে চলছিল জল্পনা। সূত্রের খবর, হোম লোনে বড়সড় ছাড় দেওয়ার সিদ্ধান্ত একেবারে ফাইনাল। শোনা যাচ্ছে দীপাবলির আগেই সম্ভবত এই প্রকল্পের কথা ঘোষণা করা হবে। একইসঙ্গে কীভাবে ছাড় মিলবে তাও মোটামুটি ঠিক করে ফেলেছে সরকার। সূত্রের খবর, সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হোম লোনে সুদ-ছাড় মিলবে। ছাড়ের পরিমাণ হবে সর্বোচ্চ ৯ লাখ টাকা।
এনিয়ে দুটি অপশন দেওয়ার ভাবনা রয়েছে মোদী সরকারের। এক, ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বা ডেভেলপারের অ্যাকাউন্টে যাবে। সেটা আপনিই বেছে নিতে পারবেন। অপশন দুই শুরুতেই গৃহঋণের সুদে ছাড় মিলবে। আপনার যা ভর্তুকি প্রাপ্য সেই অনুসারে আপনার হোম লোনের সুদ নির্ধারিত হবে। ধরুন, কেউ ২০ বছরের জন্য ৪০ লক্ষ টাকার লোন নিতে চান। সেক্ষেত্রে ১০ শতাংশ হারে ইএমআই হবে ৩৮ হাজার ৬০১ টাকা। নতুন প্রকল্প চালু হলেই প্রথম ১০ বছরের জন্য ইএমআই কমে দাঁড়াতে পারে ২৮ হাজার টাকা। কারণ এই সময়টুকুর জন্য ব্যাঙ্ক আপনার থেকে হয়ত ৬ শতাংশ হারে সুদ নেবে। আবার ধরুন আপনি বাজার চলতি হারে ইএমআই দিলে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যেতে পারে। কয়েকটি কিস্তিতে সেই টাকা মিলবে। আপনাকে ব্যাঙ্ক যে ভর্তুকি দেবে সেই টাকা ব্যাঙ্কগুলিকে দিয়ে দেবে সরকার।
স্বাধীনতা দিবসের বক্তৃতায় এমনই এক গৃহঋণ প্রকল্প আনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের অবশ্য দাবি সামনে ৫ রাজ্যে বিধানসভা ভোট। বছর গড়ালে হবে লোকসভা নির্বাচন। তাই খয়রাতির রাজনীতিতে নেমে পড়েছে মোদী সরকার। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সম্প্রতি রান্নার গ্যাসের দামও ২০০ টাকা কমিয়েছে তারা। উজ্বলা যোজনায় গ্যাসের দাম ৪০০ টাকা কমেছে। এতদিন বিশ্ববাজারে এলপিজি বা তার উপাদানের দাম কমলেও দেশের মানুষ কখনই সে সুবিধা পাননি। এখন পাচ্ছেন। ফলে কথাটা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। ওয়াকিবহাল মহলের ধারনা, গৃহঋণে যে প্রকল্প মোদী সরকার আনছে তা বহু মানুষের নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারে।