Covid Test: বড় নির্দেশ! সব মন্ত্রীকেই করতে হবে কোভিড টেস্ট

Covid Test: কেন্দ্রের তথ্য বলছে, গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২১। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৪৭।

Covid Test: বড় নির্দেশ! সব মন্ত্রীকেই করতে হবে কোভিড টেস্ট
প্রতীকী ছবি Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jun 11, 2025 | 12:08 PM

নয়া দিল্লি: দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে উদ্বেগ। এমতাবস্থায় আরও সতর্ক দিল্লি। ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে RT-PCR টেস্ট করতে হবে। দেওয়া হল বড় নির্দেশ। দেশব্যাপী কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণেই এই সতর্কতামূলক পদক্ষেপ বলে মত ওয়াকিবহাল মহলের।  

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮০০ পেরিয়ে গিয়েছে। ২০২০-২০২১ সালের দেশজোড়া করোনা ঢেউয়ের সময়েও কেন্দ্রীয় মন্ত্রীদের একই নির্দেশ দেওয়া হয়েছিল। এবার ফের দেওয়া হল সেই নির্দেশ। অন্যদিকে এদিন বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা। তারমধ্যেই এই সিদ্ধান্তে শুরু চর্চা। 

কেন্দ্রের তথ্য বলছে, গোটা দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১২১। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৪৭। এরইমধ্যে যদিও কোভিড নিয়ে বড় বৈঠকও করে ফেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সরকার যে করোনা রুখতে সদা সতর্ক সেই কথাও বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বারবার বলেন। সাফ বলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই। যদি কারও অন্য কোনও রোগ থাকে তাঁরা সতর্ক থাকুন। চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে। অ‍্যান্টি কোভিড ভ্যাকসিন বেরিয়ে গিয়েছে। যদি কোনওরকমভাবে আগের মতো পরিস্থিতি হয়, আমরা মিটিং করে প্রস্তুতি করে রাখলাম।”