পাটনা: ২০২৫-এ বিহার নির্বাচনে মহাজোটের নেতৃত্ব দেবেন লাল-পুত্র তেজস্বী যাদব। মঙ্গলবার, বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন, দলীয় বৈঠকের পর এমনটাই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নির্দেশ কুমার। যদিও এর কারণ স্পষ্ট করেননি তিনি। তবে নীতীশ কুমারের এই ঘোষণায় বিহারের রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে- তাহলে কী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ঠেকাতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী তথা JD(U) সুপ্রিমো নীতীশ কুমার? যদিও এই জল্পনায় আমল দিচ্ছেন না নীতীশ কুমার।
আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের দৌড়ে থাকার কোনও লক্ষ্য নেই বলেও দাবি জানান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর কথায়, “আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থীও নয় এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও হতে চাই না। আমার লক্ষ্য কেবল বিজেপিকে হারানো।” একইসঙ্গে তিনি বলেন, “তেজস্বীকে আরও উৎসাহিত করতে হবে।”
প্রসঙ্গত, ২০২০ সালে বিহারে বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে মহাজোট সরকার গঠন করেন নীতীশ কুমার। সেখানে তেজস্বী যাদব অন্তর্ভুক্ত থাকলেও মুখ্যমন্ত্রী পদ পাননি। এটা নিয়ে নীতীশ কুমারের সঙ্গে লালু-পুত্রের দূরত্বও তৈরি হয়। তারপর কুশি নদীর উপর দিয়ে অনেক জল হয়ে গিয়েছে। বিজেপির সঙ্গে নীতীশের মহাজোট সরকারের সম্পর্ক ছিন্ন হয়েছে। তবে এবার একেবারে লালু-পুত্রের হাতে নীতীশ কুমারের মহাজোট সরকারের ভার দেওয়ার ঘোষণা রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ।
নীতীশ সরকার কেবল মৌখিকভাবে একথা ঘোষণা করেননি বলে জানিয়েছেন নীতীশ-ঘনিষ্ঠ রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য বিজয় কুমার চৌধুরী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন তেজস্বীজির মতো যুবদের হাতেই রাজ্যের ভবিষ্যৎ থাকবে। গতকাল তিনি এ কথা পুনরায় বললেন এবং সেখানে আমিও উপস্থিত ছিলাম।”
যদিও এখনই রাজ্যের ভার নেওয়ার ব্যাপারে কোন প্রতিক্রিয়া দিতে নারাজ লাল-পুত্র। তবে ২০২৪-এর লোকসভা ভোট তাঁদের ‘পাখির চোখ’, তা স্পষ্ট করে দেন। তিনি বলেন, “বর্তমানে আমরা নীতীশ কুমারের সঙ্গে একসঙ্গে সরকার চালাচ্ছি এবং আমাদের এখন প্রাথমিক চ্যালেঞ্জ হল, ২০২৪-এর লোকসভা ভোট।”
নীতীশ কুমার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে যে জল্পনা শুরু হয়েছে, তা খারিজ করে দেন নীতীশ-ঘনিষ্ঠ বিজয় কুমার চৌধুরী। তিনি বলেন, “নীতীশ কুমার বিধায়কদের স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে নেই। কিন্তু বিরোধীরা যদি একজোট হয় তাহলে ২০২৪ -এ বিজেপি পরাজিত হবে বলে তিনি বিশ্বাস করেন এবং সেই কাজই করতে চান।”
অন্যদিকে, বিজেপি বিধায়ক নীতিন নবীন বলেন, “যদি নীতীশ কুমার তাঁর উত্তরসুরি পেয়ে যান তাহলে তাঁর হাতে ক্ষমতার হস্তান্তর করা তাঁর নৈতিক কর্তব্য।” আবার বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রাক্তন বিজেপি মন্ত্রী জীবেশ কুমারের কটাক্ষ, “নীতীশ কুমার ক্ষমতা ছাড়া থাকতে পারেন না। তিনি তেজস্বীর সঙ্গে প্রতারণা করছেন।”