পটনা: কে বলবে বিহার (Bihar) ‘গরিব’? অতি সম্প্রতি প্রকাশিত ‘দরিদ্র’ রাজ্যের তালিকা অনুযায়ী ভারতের গরিব রাজ্যগুলোর মধ্যে অন্যতম বিহার। পূর্ব ভারতের মধ্যে বিহারই সেই রাজ্য, যেখানে ৩৩ শতাংশেরও বেশি মানুষ দারিদ্রসীমার নীচে রয়েছেন। ২০১২ সালের জনগণনা অনুযায়ী, বিহারে প্রায় ১০ কোটি মানুষের বাস। সেই হিসেব কষলে, এই রাজ্যের অন্তত ৩ কোটি মানুষই গরিব।
জেনে অবাক লাগলেও এটাই সত্যি যে এই বিহারেই ১৫ জন মন্ত্রীর মধ্যে ১২জন কোটিপতি! সম্প্রতি সম্পত্তির বার্ষিক খতিয়ান পেশ করেছে বিহার মন্ত্রিসভার ১৫ সদস্য। সেই তথ্য অনুযায়ী, নীতীশ কুমারের (Nitish Kumar) মন্ত্রিসভার ১৫ জন মন্ত্রীর ১২জনই কোটিপতি। এঁদের মধ্যে কোনও মন্ত্রীর শখ রয়েছে গাড়ির, কারও আবার সংগ্রহের তালিকায় রয়েছে রিভলভার।
আরও পড়ুন: প্রতিশ্রুতি পূরণের পালা, বিহারে বিনামূল্যে করোনা টিকার প্রস্তাব পাশ নীতীশ সরকারের
বাবা মুখ্যমন্ত্রী, ছেলে কোটিপতি
নীতীশ কুমারের নিজের নামে রয়েছে ৪০ লক্ষ টাকার ফ্ল্যাট। বিহারের মুখ্যমন্ত্রীর এই ফ্ল্যাট রয়েছে দিল্লিতে। তাছাড়াও, বিহারের মুখ্যমন্ত্রীর রয়েছে নজর কড়ার মতো এক ডজন গরু। তবে এর থেকেও নজর করার মতো বিষয়, মুখ্যমন্ত্রীর থেকে ধনী তাঁর ছেলে। প্রকাশিত তথ্য অনুযায়ী নীতীশের ছেলে নিশানের (Nitish Kumar Son) নামে রয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকার আমানত। এছাড়াও যে বাড়িতে তিনি থাকেন সেটি সহ আরও জমিজমা নিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর ছেলের মোট সম্পত্তির পরিমাণ ১.৪৮ কোটি টাকা।
উপমুখ্যমন্ত্রীর গাড়ির শখ, রয়েছে রিভলভার
এখানেই শেষ নয়। নীতীশের মন্ত্রিসভার দুই ডেপুটি-ও রয়েছেন কোটিপতির তালিকায়। উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদের চারটি গাড়ি রয়েছে, এর মধ্যে একটি স্করপিও এবং আরেকটি ইনোভা। আরেক উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর নামে রয়েছে পিস্তল। তাছাড়াও রয়েছে ৫০০ গ্রাম সোনা।
মন্ত্রীদের সম্পত্তির খতিয়ান
বিহারের মৎস দফতরের মন্ত্রী মুকেশ সাহনি এবং তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১৮ কোটি টাকা। তাঁদের সম্পত্তি রয়েছে মুম্বইয়েও।
ভূমি ও রাজস্ব দফতরের মন্ত্রী রামসুরাট রায়ের মোট সম্পত্তির পরিমাণ ১৭ কোটি। এছাড়াও রামসুরাট রায়ের একাধিক জমি সহ রয়েছে একটি পেট্রল পাম্প।
শ্রম দফতরের মন্ত্রী জীবেশ কুমারের রয়েছে ৩ কোটি টাকার সম্পত্তি।
বিহারের শিক্ষামন্ত্রী অশোক কুমার চৌধুরী ২ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পত্তির মালিক।
কৃষি দফতরের মন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ দেড় কোটি।
জল সম্পদ দফতরের মন্ত্রী বিজয় কুমার চৌধুরীর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯৪ লক্ষ টাকা।
তফশিল জাতি ও উপজাতি দফতরের মন্ত্রী সন্তোষ কুমার সুমনের দাখিল করা তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৯ লক্ষ টাকা। এছাড়া তাঁর কাছে রয়েছে একটি রিভলভার ও একটি রাইফেল।
আর রাজ্যের পরিবহণ মন্ত্রী শিলা কুমারীর কোনও গাড়ি না থাকলেও রয়েছে ৩০ একর জমি।