কাটিহার: একে করোনা তায় আবার ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)! দুয়ের দাপটে বিপাকে আমজনতা। এমন পরিস্থিতিতে করুণ ছবি ধরা পড়ল বিহারের দ্বারভাঙার হাসপাতালে (Hospital)। নিম্নচাপ জনিত বৃষ্টির কারণে কার্যত জলের তলায় চলে গিয়েছে স্বাস্থ্যকেন্দ্র। রোগীকে সাহায্য করতে শেষমেশ বাইক ভরসা হল স্বাস্থ্যকর্মীর।
এএনআই প্রকাশিত এক ভিডিয়োতে এই ছবি ধরা পড়েছে। বিহারের জলমগ্ন দ্বারভাঙা হাসপাতালে এক স্বাস্থ্যকর্মী বাইকে চড়ে রোগীর কাছে যাচ্ছেন। ঘটনার জেরে সমালোচিত হতে হয়েছে নীতিশ কুমারের সরকারকে। ভারি বৃষ্টিপাতের কারণে ভাসমান হাসপাতাল। এমন পরিস্থিতিতে রোগীকে পরিষেবা দিতে অসুবিধার সম্মুখীন স্বাস্থ্যকর্মীরা। হাঁটুজল মাড়িয়ে রোগীর কাছে পৌঁছনোর বদলে তাই বাইকের সাহায্য নিলেন এক স্বাস্থ্যকর্মী।
ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। এই নিয়ে নীতিশ কুমারের সরকারকে আক্রমণ করেছেন রাজ্যের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব। ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘দ্বারভাঙার ভাসমান হাসপাতাল’। শুধু দ্বারভাঙা হাসপাতাল নয়, বিহারের একাধিক হাসপাতাল ইয়াসের দাপটে বিপর্যস্ত। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে।
তবে জলমগ্ন হাসপাতালেও রোগীর পরিষেবায় খামতি রাখেননি কর্তৃপক্ষ। রোগীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তারই প্রমাণ স্বরূপ বাইক নিয়ে রোগীর কাছে যাওয়ার ছবি ধরা পড়েছে।
আরও পড়ুন: করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর ফি মকুব, মানবিক সিদ্ধান্ত সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের