Tej Pratap Yadav: ইসরোর বিজ্ঞানী নন, চন্দ্রযান-৩ এর সাফল্যের জন্য কাকে কৃতিত্ব দিলেন মন্ত্রী?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 25, 2023 | 11:18 AM

Chandrayaan-3: তেজ প্রতাপ যাদব বলেন, "এটা খুব ভাল খবর যে চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছেছে। ঈশ্বরের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। চন্দ্রদেব কৃপা করেছেন, তাই চন্দ্রযান-৩ সুরক্ষিতভাবে পৌঁছেছে। যদি ওনার আশীর্বাদ না থাকত, তবে চন্দ্রযান কখনওই পৌঁছতে পারত না চাঁদে।"

Tej Pratap Yadav: ইসরোর বিজ্ঞানী নন, চন্দ্রযান-৩ এর সাফল্যের জন্য কাকে কৃতিত্ব দিলেন মন্ত্রী?
চন্দ্রযানের সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন তেজ প্রতাপ?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

পটনা: সাফল্যের মুখ দেখেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। বুধবারই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩ এর অবতরণ করেছে। গোটা বিশ্ব যেখানে এই সাফল্যের জন্য ইসরোকে কৃতিত্ব দিচ্ছে, সেখানেই চন্দ্রাভিযানের সাফল্যের পিছনে চন্দ্রদেবের আশীর্বাদ রয়েছে বলেই জানালেন বিহারের মন্ত্রী তথা আরজেডি (RJD) নেতা তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav)। তিনি চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে যুক্ত সকল বৈজ্ঞানিকদেরও অভিবাদন জানান তিনি।

চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে বিহারের পরিবেশ মন্ত্রী তেজ প্রতাপ যাদবকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “চন্দ্রযান-৩ চাঁদে সফলভাবে অবতরণ করতে পেরেছে চন্দ্রদেবের আশীর্বাদে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকল বিজ্ঞানীদের অভিনন্দন জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এটা খুব ভাল খবর যে চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছেছে। ঈশ্বরের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। চন্দ্রদেব কৃপা করেছেন, তাই চন্দ্রযান-৩ সুরক্ষিতভাবে পৌঁছেছে। যদি ওনার আশীর্বাদ না থাকত, তবে চন্দ্রযান কখনওই পৌঁছতে পারত না চাঁদে।”

কী লক্ষ্য নিয়ে চাঁদে গিয়েছে চন্দ্রযান-৩, এই প্রশ্ন করা হলে তেজ প্রতাপ বলেন, “চন্দ্রযান শুধুমাত্র চাঁদের জলবায়ু বুঝতে যায়নি। মহাকাশে কোন গ্রহ কোথায় রয়েছে, সে সম্পর্কেও আরও তথ্য সংগ্রহ করে আনবে। এর জন্য আমরা বৈজ্ঞানিকদের কাছে কৃতজ্ঞ।”

উল্লেখ্য়, শুধু বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদবই নন, এর আগে উত্তর প্রদেশের নেতা-মন্ত্রীরাও চন্দ্রযান-৩ অভিযান ও তার সাফল্য নিয়ে আজব যুক্তি দিয়েছেন। গতকালই উত্তর প্রদেশের বিধায়ক ওপি রাজভর চন্দ্রযানের সাফল্যের জন্য অভিবাদন জানিয়ে বলেন, “আমি ভারতীয় বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই। চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য তাঁদের শুভেচ্ছা জানাই। তাঁরা যখন পৃথিবীতে ফিরে আসবেন, তখন দেশবাসীর উচিত তাঁদের অভ্যর্থনা জানানো”। তার আগে রাজস্থানের মন্ত্রীও চন্দ্রযান-৩ এর যাত্রীদের অভিনন্দন জানিয়েছিলেন।

Next Article