
ইম্ফল: সুরাপ্রেমীদের জন্য সুখবর! প্রায় ২০ বছর ‘ড্রাই ডে’ (dry day) থেকে মুক্তি পেতে চলেছে উত্তর-পূর্বের রাজ্য, মণিপুর (Manipur)। মদের (liquor) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল বীরেন সিংয়ের সরকার। বুধবারই সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে এটা ঘোষণা করা হয়েছে। ফলে এবার মদ উৎপাদন, মদ বিক্রি ও মদ পানের উপর আর কোনও নিষেধাজ্ঞা রইল না।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত রাজস্ব তোলা বীরেন সিং সরকারের অন্যতম লক্ষ্য। মদ বিক্রি থেকে ৬ হাজার থেকে ৭ হাজার কোটি টাকা সরকারের বার্ষিক আয় হতে পারে বলে মনে করছে সরকার। তাই মদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বীরেন সিংয়ের সরকার। অবশেষে বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এরপরই অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে মদ উৎপাদন, মদ বিক্রি ও মদ পানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানানো হয়।
প্রসঙ্গত, মণিপুর মদ নিষিদ্ধ আইন ১৯৯১ এর মাধ্যমে রাজ্যে মদে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। এই আইন কার্যকর করার পর রাজ্যে মদ প্রস্তুত, বিক্রি ও মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু, এই নিষেধাজ্ঞা জারির পরেও রাজ্যের একাধিক জায়গায় মদ পাওয়া যেত। তাই স্বাস্থ্য ও আয়ের কথা মাথায় রেখে ২০২২ সালের সেপ্টেম্বরে রাজ্যে আংশিকভাবে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। এবার সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।