চেন্নাই: তামিলনাড়ুর চেন্নাইয়ের শহরতলিতে একটি রিসর্টে চলছিল পার্টি। তারস্বরে ডিজে বাজিয়ে নাচানাচি হচ্ছিল সেখানে। এ নিয়ে পুলিশে অভিযোগ জানান সেখানকার স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে আসে পুলিশ। পুলিশ ভেবেছিল রেভ পার্টি চলছিল। কিন্তু সেখানে এসে অবাক হয় পুলিশ। দেখে রেভ পার্টি নয়। ওই রিসর্টে চলছে কাপল সোয়াপ পার্টি। অর্থাৎ সঙ্গী অদলবদলের পার্টি।
গত কয়েক বছরে ভারতের বিভিন্ন প্রান্তেই এই প্রবণতা বেড়েছে বলে জানা যাচ্ছে। যৌনতার ভিন্ন স্বাদের খোঁজে সঙ্গী অদলবদল করে যৌনতায় লিপ্ত হন অনেকে। দলবদ্ধভাবে যৌনতাতেও লিপ্ত হন অনেকে। চেন্নাইয়ের ওই শহরতলিতেও ঘটেছিল এই ঘটনা। সেখানে ৮ জন মহিলা এবং ১৫ জন পুরুষ উপস্থিত ছিলেন। সেখানেই তাঁরা নাচগান এবং অবাধ যৌনতায় মেতেছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের ইসিআর রোডের একটি রিসর্টে এই পার্টি চলছিল। একটি ক্লাবের তরফে এই পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহণকারী যুগল এবং বাকিরা অর্থের বিনিময়ে অংশগ্রহণ করেছিলেন সেখানে। ফূর্তি করতেই তাঁরা এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনথি কুমার নামের এক ব্যক্তি এই পার্টির আয়োজন করেছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপের পরই ওই পুরুষ, মহিলারা অংশগ্রহণ করেছিলেন। কোয়েম্বাটোর জেলায় বাড়ি অভিযুক্ত ব্যক্তির। অতীতেও এ ধরনের পার্টির আয়োজন অভিযুক্ত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।