ইউপিএ সরকারের ঝুঁকি নেওয়ার সাহস ছিল না, আমাদের আছে: প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2021 | 7:05 PM

Narendra Modi Speech: সিআইআই-এর একটি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতেই কংগ্রেস সরকারের বিরুদ্ধে তোপ দাগেন নরেন্দ্র মোদী।

ইউপিএ সরকারের ঝুঁকি নেওয়ার সাহস ছিল না, আমাদের আছে: প্রধানমন্ত্রী
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: আগের সরকারের কোনও ঝুঁকি নেওয়ার সাহস ছিল না। কিন্তু আমাদের সরকার ঝুঁকি নিতে প্রস্তুত। ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ ভাবেই কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকারের নেওয়া সংস্কারের উদ্যোগের কথা বলতে গিয়ে জিএসটির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বছরের পর বছর জিএসটির সংস্কার হয়নি। কারণ আগের সরকারের রাজনৈতিক ঝুঁকি নেওয়ার মতো সাহস ছিল না। আমরা ক্ষমতায় এসে শুধু সংস্কার করেছি তাই নয় রেকর্ড পরিমাণ জিএসটি সংগ্রহ করেছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গত কয়েক বছরে যে অর্থনৈতিক সংস্কার দেশে হয়েছে তার জন্যই আজ রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ আসছে ভারতে। তিনি জানান, বিশ্ব জুড়ে চলা অতিমারির মধ্যেও ভারত অর্থনৈতিক সংস্কার থামিয়ে দেয়নি। আর করোনা পরিস্থিতিতে ভারতের অর্থনীতির ভিত্তি যে মজবুত আছে তার জন্য শিল্প একটা বড় ভূমিকা নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি মনে করিয়ে দেন সিআইআই এমন একটা সময়ে এই মিটিং করছে যখন ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস আসন্ন।

প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বার বার মনে করিয়ে দেন যে, ভারতকে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলিকে নতুন লক্ষ্যমাত্রা স্থির করতে হবে। নরেন্দ্র মোদীর কথায়, ‘ভারতের অর্থনীতি এখন বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে।’

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় আপত্তি থাকলেও বর্তমানে দেশ বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়েছে। অত্যন্ত দ্রুত বদলে যাচ্ছে দেশ। এখনও দেশের মানুষ ভারতে তৈরি জিনিসপত্র ব্যবহার করতে চান। সংস্থাটি ভারতের কিনা তা বড় কথা নয়, তবে জিনিস যেন ভারতে তৈরি হয়।’ আরও পড়ুন: কতটা আত্মনির্ভর হয়েছে দেশের নারীশক্তি? স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে আলাপচারিতায় জানবেন নমো

Next Article