
নয়া দিল্লি: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে অবধি মনে করা হয়েছিল ‘কিং মেকার’ হতে পারে জেডিএস (JDS)। কিন্তু কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2023) ফল প্রকাশ হতেই দেখা যায়, একাই খেলা ঘুরিয়ে দিয়েছে কংগ্রেস (Congress)। বিজেপি(BJP)-কে হারিয়ে কর্নাটকের গদি দখল করে কংগ্রেস। সেই সময় বিজেপির সঙ্গে জোট বাধার জল্পনা উড়িয়ে দিয়েছিল তৃতীয় স্থানে থাকা জেডিএস। তবে লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই বিজেপির সঙ্গেই হাত মেলাল জেডিএস। বিরোধী জোট ইন্ডিয়া যেখানে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু করতে চলেছে, সেখানেই বিজেপি-জেডিএসও হাত মেলানোর সিদ্ধান্ত নিল। জানা গিয়েছে, দুই দলের মধ্যে জোট নিয়ে বোঝাপড়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)।
সূত্রের খবর, বিজেপি-জেডিএসের জোট নিয়ে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়েও কথা হয়েছে। কর্নাটকে জেডিএসকে চারটি আসন ছাড়তে রাজি বিজেপি।
সম্প্রতিই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন এইচডি দেবেগৌড়া। এরপরই জোটের জল্পনা শুরু হয়। সূত্রের খবর, দেবেগৌড়া পাঁচটি আসন চেয়েছেন। যে আসনগুলি চেয়েছে জেডিএস, সেগুলি হল মাণ্ড্য, হাসান, তুমকুরু, চিকবাল্লাপুর ও বেঙ্গালুরু গ্রামীণ। তবে জেডিএসকে কতগুলি আসন ছাড়া হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, জুলাই মাসেই এইচডি দেবেগৌড়া বলেছিলেন যে লোকসভা নির্বাচনে তাদের দল একাই লড়বে। বিজেপি বা অন্য কোনও দলের সঙ্গে জোট বাধবেন না তাঁরা।
প্রসঙ্গত, কর্নাটকে মোট ২৮টি লোকসভা আসন রয়েছে। ২০১৯ সালে বিজেপি ২৫টি আসনে জয়ী হয়েছিল। কংগ্রেস ও জেডিএস একটি করে আসনে জয়ী হয়েছিল।