Hardeep Singh Puri hails PM Narendra Modi: এশিয়ায় শক্তিশালী দেশের তালিকায় ‘উত্তরণ’ ভারতের, মোদীকে কৃতিত্ব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Sep 24, 2024 | 10:37 PM

Hardeep Singh Puri hails PM Narendra Modi: এই সমীক্ষা প্রকাশের পর মোদীর প্রশংসা করে হরদীপ পুরী বলেন, "ভারতের উত্তরণ কোনও অঘটন নয়। প্রধানমন্ত্রীর দৃঢ় কূটনৈতিক কৌশল ও দেশকে নিয়ে তাঁর উচ্চাকাঙ্ক্ষার ফল এটা। তাঁর নেতৃত্ব ছাড়া ভারত এখনও পিছনে পড়ে থাকত।"

Hardeep Singh Puri hails PM Narendra Modi: এশিয়ায় শক্তিশালী দেশের তালিকায় উত্তরণ ভারতের, মোদীকে কৃতিত্ব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফোটো সৌজন্য-PTI

Follow Us

নয়াদিল্লি: বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিশ্বের প্রথম সারির দেশগুলি। এশিয়া মহাদেশে ভারতের শক্তি যে বেড়েছে, এবার এক সমীক্ষায় তা উঠে এল। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের বার্ষিক এশিয়া পাওয়ার ইনডেক্স অনুযায়ী, এশিয়ায় তৃতীয় শক্তিশালী দেশ এখন ভারত। রাশিয়া ও জাপানকেও পিছনে ফেলেছে। এই সমীক্ষা প্রকাশের পর ভারতের এই ‘উত্তরণ’-র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। তারপর থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনিই। আর এই সমীক্ষা গত ছয় বছরের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। ফলে এই সমীক্ষার পুরোটাই মোদী জমানায়। এশিয়া মহাদেশে সম্পদ ও প্রভাবের পরিমাপ অনুযায়ী এই মূল্যায়ন করা হয়েছে। সেখানে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে চিন। এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।

এই সমীক্ষা প্রকাশের পর মোদীর প্রশংসা করে হরদীপ পুরী বলেন, “ভারতের উত্তরণ কোনও অঘটন নয়। প্রধানমন্ত্রীর দৃঢ় কূটনৈতিক কৌশল ও দেশকে নিয়ে তাঁর উচ্চাকাঙ্ক্ষার ফল এটা। তাঁর নেতৃত্ব ছাড়া ভারত এখনও পিছনে পড়ে থাকত।”

এই খবরটিও পড়ুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী

ভারত সম্পর্কে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, “ভারত ধীরে হলেও ক্রমে উপরে উঠছে। জাপানকে টপকে ভারত এশিয়ার তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। তবে, ভারতের হাতে যে সম্পদ রয়েছে, তার যা সম্ভাবনা, সেই সম্ভাবনাকে এখনও ছুঁতে পারেনি তারা। এই রিপোর্ট নিয়ে পূর্বসূরি কংগ্রেস সরকারকে তোপ দেগে হরদীপ পুরী বলেন, “কোনও লক্ষ্য ছিল না পূর্ববর্তী সরকারের। তারা বলেছিল, ২০৪৩ সালের মধ্যে ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছিলেন যে তাঁর তৃতীয় মেয়াদেই সেই লক্ষ্য পূর্ণ হবে। সম্প্রতি, আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) বলেছে, ২০২৭ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে।” কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী বলেন, চিনের শক্তি ক্রমশ কমছে। আর মোদীর নেতৃত্বে ভারত ক্রমশ এশিয়ার নতুন কিংমেকার হওয়ার পথে এগোচ্ছে।

বিরোধীদের কটাক্ষ করে হরদীপ পুরী বলেন, “ভারতের উত্তরণে মোদীর ভূমিকা নিয়ে যাঁরা প্রশ্ন তোলেন, তাঁদের এই তথ্যগুলো দেখা দরকার। ভারতের গতিপথ ঊর্ধ্বমুখী, বিশ্ব আর তাকে উপেক্ষা করতে পারবে না।”

Next Article