Hardik Patel: ‘যাত্রা নিয়ে ব্যস্ত রাহুল গান্ধী, গুজরাট নিয়ে মাথাব্যথা নেই’, নির্বাচনের আগে ঝাঁঝ বাড়ালেন হার্দিক প্যাটেল

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 26, 2022 | 7:00 AM

Hardik Patel: প্রথমবারের জন্য গুজরাট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel)। নির্বাচনী ময়দানে নেমে নিজের প্রাক্তন দল কংগ্রেসকে এক হাত নিলেন পাতিদার সম্প্রদায়ের নেতা।

Hardik Patel: যাত্রা নিয়ে ব্যস্ত রাহুল গান্ধী, গুজরাট নিয়ে মাথাব্যথা নেই, নির্বাচনের আগে ঝাঁঝ বাড়ালেন হার্দিক প্যাটেল
ফাইল ছবি

Follow Us

আমেদাবাদ: ২০২২ সালেই কংগ্রেসের ‘হাত’ ছেড়েছেন। বর্তমানে তিনি পদ্ম শিবিরের এক নেতা। পাতিদার সম্প্রদায়ের এই নেতা এবার বিজেপির টিকিটে গুজরাট বিধানসভা নির্বাচনে নিজের পুরনো দল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করছেন। কংগ্রেস, বিজেপি, আপের প্রতিদ্বন্দ্বিতা মোদী-শাহের রাজ্যে রাজনৈতিক ময়দান বেশ জমজমাট হয়ে উঠেছে। এই আবহেই এবার কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করলেন। গুজরাটের বিষয়ে কংগ্রেসের কোনও দূরদর্শিতা নেই, এই বলেই কংগ্রেসকে বিঁধলেন হার্দিক প্যাটেল।

কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রাকে’ কটাক্ষ করে তিনি বলেন, ‘দক্ষিণে রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ো যাত্রা নিয়েই ব্যস্ত।’ কংগ্রেসের এই যাত্রা নির্বাচনমুখী গুজরাটের উপর দিয়ে যাচ্ছে না যে সেদিকেও দৃষ্টি আকর্ষণ করেন হার্দিক প্যাটেল। তিনি এনডিটিভিকে জানিয়েছেন, দল ছেড়ে যাওয়ার সময় কোনও নেতাকেই আটকায় না কংগ্রেস। তিনি আরও বলেন,’কংগ্রেসের গুজরাটিদের কোনও প্রয়োজন নেই।’ প্রসঙ্গত, এই প্রথম নির্বাচনী ময়দানে সরাসরি খেলতে নামছেন পাতিদার সম্প্রদায়ের নেতা হার্দিক প্যাটেল। এদিকে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময়ই একাধিক জল্পনা ভেসে এসেছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারির ভয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। এই সমস্ত জল্পনা এদিন তিনি নস্যাৎ করে বলেন, ‘আমার বিরুদ্ধে এখনও ৩২ টি মামলা রয়েছে। আপনারা যদি মনে করেন কোনও দলে যোগ দিলেই আমি সেই মামলা থেকে মুক্তি পাব, বিষয়টি এমন নয়। আইন ও আদালত নিরপেক্ষ।’

এদিকে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাকে দল বদলের সিদ্ধান্ত নিতেই হয়েছিল কারণ কংগ্রেস গুজরাটিদের বিরুদ্ধে লাগাতার কথা বলে যাচ্ছে।’ তাঁর কথায় তিনি যখন কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছিলেন, কেউ তাঁকে বাধা দেননি। তিনি বলেন, ‘কংগ্রেসের আমাদের মতো পরিশ্রমী লোকদের প্রয়োজন নেই। তারা পরগাছাদের পছন্দ করে।’ এদিকে তিনি জোর দিয়ে বলেছেন, দল বদল করলেই মতাদর্শ বদলে যায় না। তিনি এদিন সাক্ষাৎকারে বিজেপির সঙ্গে নিজের পরিবারে নিবিড় সম্পর্কের কথাও তুলে ধরেন। হার্দিক বলেছেন, ‘ভিরাগ্রামে বিজেপিকে প্রতিষ্ঠা করতে আমার বাবা সাহায্য় করেছিলেন। তিনি এই দলের এক সদস্যও ছিলেন।’

Next Article