TV9 festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়া যেন মিনি কুম্ভ, বললেন মুখতার আব্বাস নকভি

TV9 festival of India: ফেস্টিভাল অব ইন্ডিয়া যেন মিনি কুম্ভ, বললেন মুখতার আব্বাস নকভি

সঞ্জয় পাইকার

|

Updated on: Oct 11, 2024 | 6:51 PM

TV9 festival of India: এবার দ্বিতীয় বর্ষে পা দিয়েছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। ৯ অক্টোবর থেকে উৎসব শুরু হয়েছে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। দেশ-বিদেশের ২৫০-টির বেশি স্টল রয়েছে ফেস্টিভাল অব ইন্ডিয়ায়।

দিল্লিতে কলকাতার দুর্গাপুজোর আমেজ। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া। এই উৎসবে দেখা গেল বিজেপি নেতা মুখতার আব্বাস নকভিকে। টিভি৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়া উৎসব নিয়ে উচ্ছ্বসিত তিনি। গতবারও উৎসবে সামিল হয়েছিলেন। এবার উৎসবে সামিল হয়ে বললেন, ফেস্টিভাল অব ইন্ডিয়া যেন মিনি কুম্ভ। কেন এই উৎসবকে মিনি কুম্ভ বললেন, তারও ব্যাখ্যা দিয়েছেন বিজেপি এই নেতা। তিনি বলেন, আস্থা ও শিল্পের মেলবন্ধন ঘটেছে এই ফেস্টিভালে।