TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া
প্রবাসী বাঙালিরাও দুর্গাপুজোর আনন্দ থেকে যাতে বঞ্চিত না হয়, তার জন্য দুর্গাপুজোর আয়োজন করছে TV9। ২০২৩ সাল থেকে শুরু হয়েছে সেই পুজো। শুধুমাত্র নিষ্ঠাভরে পুজোর আয়োজনই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে প্রদর্শনী, সবকিছুরই ব্যবস্থা থাকে এক ছাতার তলায়। ‘টিভি ৯ ফেস্টিভাল অব ইন্ডিয়া’য় হাজির হন বহু মানুষ। দিল্লির ‘মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে’ এই পুজোর আয়োজন করা হয়।
এই ‘টিভি ৯ ফেস্টিভাল অব ইন্ডিয়া’য় তৈরি করা হয় দিল্লির সবথেকে বড় দুর্গা মণ্ডপ। থাকে নাচ-গান, খাওয়া-দাওয়ার অফুরন্ত আয়োজন। ষষ্ঠীতে এই পুজোর উদ্বোধন করেন টিভি ৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস।
প্রতিবছরে সাড়ম্বরে পালন করা হয় সেই পুজো। ৫ দিন ধরে চলে অনুষ্ঠান। দেবী দুর্গার আরাধনা করা হয় আচার মেনে। বহু বাঙালি উপস্থিত হন সেখানে। এছাড়া বাঙালিদের ধুনুচি নাচ থেকে শুরু করে গুজরাটি গারবা, পঞ্জাবী ভাঙড়াও থাকে সেখানে। এক কথায় বলতে গেলে দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির মেলবন্ধন হয় এই ‘টিভি ৯ ফেস্টিভাল অব ইন্ডিয়া’য়।
সাংস্কৃতির অনুষ্ঠানের পাশাপাশি থাকে মেগা এগজিবিশনের ব্যবস্থা। কয়েক’শ স্টল বসে ধ্যানচাঁদ স্টেডিয়ামে। সেখানে বিভিন্ন ধরনের পন্য থাকে। আনন্দের আয়োজনে কোনও খামতিই থাকে না টিভি ৯-এর এই ফেস্টিভাল অব ইন্ডিয়ায়।