Tv9 Festival of India: সিঁদুর খেলা থেকে ডান্ডিয়া! দশমীর সন্ধ্যা কেমন কাটল ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’-র অনুষ্ঠানে?
Festival of India: টিভি৯ নেটওয়ার্কের 'ফেস্টিভাল অব ইন্ডিয়া'য় যোগ দিয়েছিলেন রাজনীতিক, শিল্পপতি-সহ বহু খ্যাতনামা ব্য়ক্তি। এক কথায় নয়াদিল্লির বুকে আয়োজিত এই দুর্গোৎসব ঘিরে বসেছিল চাঁদের হাট। এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যস্তরের বড় বড় নেতা-মন্ত্রীরা। এসেছিলেন বহু শিল্পপতি, সংস্থার কার্যনির্বাহী কর্তা ও সিনে দুনিয়ার নক্ষত্ররা।

নয়াদিল্লি: সিঁদুর খেলা থেকে ডান্ডিয়া, দশমীর রাত আনন্দেই কাটল মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। সেখানে এখন উৎসবের মরসুম। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব ঘিরে ভিড় জমিয়েছিলেন দেশের নানা প্রান্তের মানুষ। এসেছিলেন খ্য়াতনামা বহু ব্যক্তিও।
বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ দশমীর দিন প্রথমে সিঁদুর খেলা, দেবী বরণ। তারপরের রাতের দিকে আয়োজিত হয়েছিল ডান্ডিয়া অনুষ্ঠানের। দুর্গোৎসবের একেবারে শেষদিন কাটল ভালয় ভালয়। আর গোটা অনুষ্ঠান পর্ব যে এই টুকুর মধ্য়েই সীমিত থেকেছে এমনটা নয়। শেষ দিনে আয়োজিত হয়েছিল সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের। যেখানে পারফর্ম করেছেন বহু খ্যাতনামা ব্যক্তিত্ব।
টিভি৯ নেটওয়ার্কের ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’য় যোগ দিয়েছিলেন রাজনীতিক, শিল্পপতি-সহ বহু খ্যাতনামা ব্য়ক্তি। এক কথায় নয়াদিল্লির বুকে আয়োজিত এই দুর্গোৎসব ঘিরে বসেছিল চাঁদের হাট। এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যস্তরের বড় বড় নেতা-মন্ত্রীরা। এসেছিলেন বহু শিল্পপতি, সংস্থার কার্যনির্বাহী কর্তা ও সিনে দুনিয়ার নক্ষত্ররা।
কেমন কাটল দশমী?
নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্য়ায় দেবী বরণের পর শুরু হয় সিঁদুর খেলা। ঘণ্টাখানেক সিঁদুর খেলা চলার পর শুরু মন হয় মন মাতানো গান। মঞ্চে উঠে পড়েন ডিজে ভায়োলা ও ডিজে জ্যাপস। তাদের সুরের তালে চলে ডান্ডিয়া খেলা। যা ঘিরে তৈরি হয় জনজোয়ার। এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, রাজসভা সাংসদ সঞ্জয় সিং, বিজেপি নেতা শুধাংশু মিত্তাল, কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল-সহ প্রমুখ।
