জমজমাট TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া, কী কী হল এই ৫ দিন?
TV9 Festival of India: TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় একদিকে যেমন লাইভ কনসার্ট ছিল, তেমনই আয়োজন করা হয়েছিল গরবা নাইটের। পাশাপাশি ছিল কেনাকাটার বিপুল সুযোগ কারণ দেশ-বিদেশের নানা স্টল বসেছিল ফেস্টিভাল অব ইন্ডিয়ায়।

নয়া দিল্লি: উৎসবের মরশুমে চাঁদের হাট বসেছিল রাজধানীতে। নয়া দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে হচ্ছিল TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া। এটিৃ তৃতীয় সংস্করণ। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ফেস্টিভাল অব ইন্ডিয়া। চলে ২ অক্টোবর পর্যন্ত। কী কী ছিল এই বিশাল অনুষ্ঠানে?
TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ায় একদিকে যেমন লাইভ কনসার্ট ছিল, তেমনই আয়োজন করা হয়েছিল গরবা নাইটের। পাশাপাশি ছিল কেনাকাটার বিপুল সুযোগ কারণ দেশ-বিদেশের নানা স্টল বসেছিল ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। খাবার থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী, হরেক জিনিসের সম্ভার ছিল সেখানে।
বাচ্চা থেকে বয়স্ক, সকলেই আনন্দ-উদযাপন করেছেন এই ৫ দিন। টিভি৯ ফেস্টিভাল অব ইন্ডিয়ার প্রথম দিনই ছিল বলিউডের হিট জুটি সচেত-পরম্পরার লাইভ পারফরম্যান্স। এরপরে দুইদিন ছিল গরবা নাইট ও জনপ্রিয় দুই ডিজে-র পারফরম্যান্স। অনুষ্ঠানের শেষদিনে ছিল বলিউডের বিখ্যাত গায়ক শানের পারফরম্যান্স, যা সকলের মন ছুঁয়েছে।
