TV9 Festival of India Day 4: ‘ফেস্টিভ্যালের’ অন্তিম লগ্ন জমে যাবে ডিজে ভায়োলা ও ডিজে জ্যাপসের বিট্সে
TV9 Festival of India Day 4: উৎসবের শেষ দিন ২ অক্টোবর সকালে ৯টায় পূজা দিয়ে সূচনা হবে। সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হল সিঁদুর খেলা, যা দুর্গাপূজার সমাপ্তির প্রতীক হিসাবে ধরা হয়। এ সময় মহিলারা একে অপরকে আনন্দ ও আশীর্বাদের সাথে সিঁদুর পরিয়ে দেন।

নয়া দিল্লি: TV9 ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ ২০২৫-এর আজ শেষ দিন। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল অনুষ্ঠান। আজ পঞ্চম দিন। এই ইভেন্টকে ঘিরে মানুষের মধ্যে ভীষণ উৎসাহ দেখা গেছে। সবাই গত কয়েকদিন ধরে পরিবার ও বন্ধুদের নিয়ে এখানে ভরপুর আনন্দ করেছেন। ডান্ডিয়া নাচ থেকে শুরু করে, সঙ্গীত, সংস্কৃতি এবং বিনোদনের নানা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। গত ৪ দিনে বহু বিখ্যাত ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেন। সামিল হন সাধারণ মানুষও।
উৎসবের শেষ দিন ২ অক্টোবর সকালে ৯টায় পূজা দিয়ে সূচনা হবে। সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হল সিঁদুর খেলা, যা দুর্গাপূজার সমাপ্তির প্রতীক হিসাবে ধরা হয়। এ সময় মহিলারা একে অপরকে আনন্দ ও আশীর্বাদের সাথে সিঁদুর পরিয়ে দেন।
অনুষ্ঠানের সময়সূচি
সকাল ৯টা পুজো হয়, সকাল ১০টাতে হয় অপরাজিতা পূজা, সিঁদুর খেলা ও বিসর্জন। সন্ধ্যা সাতটায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ডান্ডিয়া নাইট। ডিজে ভায়োলা ও ডিজে জ্যাপস তাঁদের গানের সুরে সবাইকে মাতিয়ে তুলবেন। একে উইকএ্যান্ড আর তাতে ডিজে! জমে যাবে রাত।
আজ মুখ্য আকর্ষণ ডিজে ভায়োলা ও ডিজে জ্যাপস
এই অনুষ্ঠানটি দিল্লির ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে। ডিজে ভায়োলা, ইউক্রেনের অন্যতম সেরা প্রতিভাবান আর্টিস্ট, যিনি ডিপ হাউস, টেক হাউস, কমার্শিয়াল হাউস এবং বলিউড বিটস এমনভাবে মিশিয়ে দেন যে প্রতিটি পারফরম্যান্স অসাধারণ হয়ে ওঠে। ডিজে জ্যাপস, যাঁর বিটস এবং সিগনেচার স্টাইল আগেই ভক্তদের মধ্যে জনপ্রিয়, তাঁদের পারফরম্যান্স এই সন্ধ্যাকে আরও বিশেষ করে তুলবে। তাঁরা বহু বছর আগে তাঁদের ডিজে কেরিয়ার শুরু করেছিলেন এবং আজ প্রত্যেকে তাঁদের চেনে। তাঁদের সুরের তালে মাততে আপনিও এই ইভেন্টের অংশ হতে পারেন।
‘গ্লোবাল বিটস এবং দেশীয় উচ্ছ্বাসের দুর্দান্ত মেলবন্ধন’
টিভি৯ নেটওয়ার্কের চিফ অপারেটিং অফিসার কে. বিক্রম বলেন, “এই অনুষ্ঠান গত কয়েকটি দিন ভীষণ সফল হয়েছে, যেখানে সচেত-পরম্পরা, ডিজে সাহিল গুলাটি, ডিজে ডি’আর্ক এবং শান-এর মতো তারকারা স্মরণীয় পারফরম্যান্স দিয়েছেন। আর এখন ইভেন্টের শেষ দিনে বিশ্ববিখ্যাত ডিজে ভিওলা ও ডিজে জ্যাপস-এর লাইভ পারফরম্যান্স হতে যাচ্ছে। এর সঙ্গে গ্লোবাল বিটস এবং দেশীয় উচ্ছ্বাসের দুর্দান্ত মেলবন্ধন সঙ্গীতে এক অনন্য মাত্রা যোগ করবে। সঙ্গে খাওয়া-দাওয়া, কেনাকাটা এবং সাংস্কৃতিক রং তো মিশে থাকছেই।”
দর্শকদের জন্য থাকছে নানারকম খাবারের স্বাদ নেন, স্টল থেকে হস্তশিল্প ও পণ্য কেনেন এবং নয়াদিল্লির সবচেয়ে বড় দুর্গাপূজা প্যান্ডেলের মহিমায় ডুবে যান। এই উৎসবের শেষ দিনের দুর্দান্ত পারফরম্যান্স মিস করবেন না—এখনই BookMyShow-এ আপনার টিকিট বুক করুন এবং এই মহোৎসবের অংশ হয়ে উঠুন।
