AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Festival of India: শানের সুরে আজ মজবেন সবাই, TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়াতে আর কী কী চমক থাকছে?

TV9 Festival of India 2025: নিজামী বন্ধু ইয়ুথ তাদের "কুন ফায়া কুন", "ছাপ তিলক সব চিনি", "মেরে রাশকে কমর" এর মতো জনপ্রিয় গানের পাশাপাশি "দামা দাম মাস্ত কলন্দর" এবং "দিল কদমা চা ধরঙ্গি রাঁঝেয়া ভে" দিয়ে সন্ধ্যায় মাতিয়ে তোলে। সকলেই তাদের কনসার্ট উপভোগ করেন।

TV9 Festival of India: শানের সুরে আজ মজবেন সবাই, TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়াতে আর কী কী চমক থাকছে?
আজ পারফর্ম করবেন শান।Image Credit: TV9 ভারতবর্ষ
| Updated on: Oct 01, 2025 | 4:29 PM
Share

নয়া দিল্লি: রাজধানীর বুকে বিরাট আয়োজন। চলছে TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া। এটি দুর্গাপুজো ও জমজমাট মিলন উৎসবের তৃতীয় সিজন। মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে এই অনুষ্ঠান। ২৮ সেপ্টেম্বর থেকে দেবী দুর্গার আরাধনা ও আনন্দ উৎসবের সূচনা হয়েছে, যা চলবে ৫ দিন। অনুষ্ঠানের প্রথম দিনেই বিখ্যাত বলিউড গায়ক জুটি সচেত এবং পরম্পরা তাদের কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। সঙ্গে সুস্বাদু খাবার-দাবার, দেশ-বিদেশের স্টল থেকে কেনাকাটা এবং ধুনুচি নৃত্য তো রয়েইছে। দ্বিতীয় দিনে ছিল ডান্ডিয়া নাইট। আজ অনুষ্ঠানের চতুর্থ দিনে কী কী হবে?

অনুষ্ঠানের তৃতীয় দিনে নিজামী বন্ধু ইয়ুথ এবং বিখ্যাত ডিজে ডার্কের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। সকলে গানের তালে নাচেন এবং এই সন্ধ্যা উপভোগ করেন। আজ হবে ডান্ডিয়া নাইট। এছাড়াও শানের লাইভ কনসার্ট উপভোগ করতে পারবেন দর্শকরা।

শানের লাইভ কনসার্ট-

বলিউড গায়ক শান আজ, ১ অক্টোবর TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়াতে লাইভ পারফর্ম করবেন। টিকিট দ্রুত বিক্রি হচ্ছে। আপনি এখনও বুক মাই শো-এর মাধ্যমে টিকিট বুক করতে পারেন।  অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় শুরু হবে এবং রাত ১০টা পর্যন্ত চলবে।

নিজামী বন্ধু ইয়ুথ-

নিজামী বন্ধু ইয়ুথ তাদের “কুন ফায়া কুন”, “ছাপ তিলক সব চিনি”, “মেরে রাশকে কমর” এর মতো জনপ্রিয় গানের পাশাপাশি “দামা দাম মাস্ত কলন্দর” এবং “দিল কদমা চা ধরঙ্গি রাঁঝেয়া ভে” দিয়ে সন্ধ্যায় মাতিয়ে তোলে। সকলেই তাদের কনসার্ট উপভোগ করেন। তাছাড়া, আয়ুষ কালেক্টিভ ব্যান্ড তাদের অসাধারণ পরিবেশনা, অসাধারণ রিমিক্স এবং বিস্ফোরক বিট দিয়ে সন্ধ্যাটিকে আরও বিশেষ করে তুলেছিল। সকলেই ডান্ডিয়া নাইট উপভোগ করেছিলেন।

ডিজে ডার্ক-

বিটের রাজা ডিজে ডার্কের তালেও মানুষ নেচেছে এবং ডান্ডিয়া উপভোগ করেছে। ডিজে ডার্ককে বলিউডের অন্যতম সেরা ডিজে হিসেবে বিবেচনা করা হয়। তিনি চমৎকার সঙ্গীত এবং রিমিক্সের জন্য পরিচিত। তার লাইভ পারফর্মেন্স এই ডান্ডিয়া রাতকে আরও বিশেষ করে তুলেছিল।

TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়া বিপুল সংখ্যক দর্শককে আকর্ষণ করছে, যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের স্টল রয়েছে। ড্রাই ফ্রুটস থেকে শুরু করে পোশাক, 5D ছবি এবং চিত্রকর্ম, সেইসঙ্গে হস্তশিল্প সবকিছুই রয়েছে। হাতে তৈরি মূর্তি, ছোট ভাস্কর্য, বলিউড-স্টাইলের স্যুট এবং প্রাচীন সাজসজ্জার জিনিসপত্র সবই  পাওয়া যাচ্ছে। মহানবমী উদযাপন অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় এবং দর্শনীয় করে তুলতে প্রস্তুত।