Rahul Gandhi: ‘তিনি থার্মাল পরেন!’, রাহুলের ছবি টুইট করে বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 07, 2023 | 7:13 PM

Rahul Gandhi: সাদা টি-শার্ট পরে গোটা ভারত চষে বেড়াচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার এক বিজেপি নেত্রীর দাবি রাহুল টি-শার্টের ভিতরে থার্মাল পরেছেন।

Rahul Gandhi: তিনি থার্মাল পরেন!, রাহুলের ছবি টুইট করে বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর
ছবি সৌজন্যে: PTI

Follow Us

নয়া দিল্লি : কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) প্রায় শেষের পথে। শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৩০ জানুয়ারি এই যাত্রার সমাপ্তির কথা ইতিমধ্যেই কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই যাত্রার প্রথম থেকেই পিছু ধরেছে বিতর্ক। যাত্রায় রাহুলের (Rahul Gandhi) সঙ্গে শিশুদের অংশগ্রহণ দেখে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন থেকে নোটিসও পেতে হয়েছিল তাঁকে। এমনকী এক তারকার সঙ্গে হাত ধরে হাঁটার জন্যও বিস্তর আলোচনা হয়েছিল রাহুলকে নিয়ে। তবে সেই সমালোচনার পিছনে যুক্তিও খাড়া করেছিলেন তিনি। তবে তাঁকে যেরকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল সেরকম এই যাত্রার সময়কালে হাল না ছাড়ার মানসিকতাও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল নেটিজ়েনদের। দিল্লির ঠান্ডায় শুধুমাত্র সাদা টি-শার্ট পরে রাহুলকে দেখে নেটিজ়েন প্রশ্ন তুলেছিলেন রাহুলের ঠান্ডা লাগে না? ‘সুপার হিউম্যান’ মনে করতে শুরু করেছিলেন তাঁকে।

রাহুলের এই ইমেজে নিয়ে এবার বিতর্কের সূত্রপাত হল এক বিজেপি নেত্রীর টুইটকে কেন্দ্র করে। বিজেপি নেত্রী প্রীতি গান্ধী শনিবার সকালে রাহুলের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে সাদা টি-শার্ট পরে রয়েছেন রাহুল। যে পোশাকে তিনি গোটা ভারত চষে বেড়াচ্ছেন। তবে সেই ছবিতে লাল দাগ দিয়ে একটি জিনিসের প্রতি নেটিজ়েনদের দৃষ্টি করেছেন বিজেপি নেত্রী। যেখানে দেখা যাচ্ছে সাদা শার্টের ভিতরে থার্মাল পরে রয়েছেন রাহুল। ক্যাপশনে তিনি লিখেছেন, “তপস্যী থার্মাল পরেন!” এই টুইট ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা।


সাম্প্রতিককালে কংগ্রেসের সবথেকে বড় কার্যক্রম হল এই ভারত জোড়ো যাত্রা। এই যাত্রায় রোদ মাথা, ঝড় বৃষ্টি নিয়েও পদযাত্রা করে গিয়েছেন রাহুল। বৃষ্টি মাথায় নিয়ে কর্নাটকের সভা থেকে তিনি বলেছেন, কোনও শক্তিই ভারত জোড়ো যাত্রাকে আটকাতে পারবে না। সেরকম শীতেও শুধুমাত্র একটা টি-শার্ট পরে গোটা ভারতবর্ষ কাঁপালেন তিনি। রাহুলের ভারত জোড়ো যাত্রার ছবি সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দিল্লি থেকে উত্তর প্রদেশে প্রবেশ করেছে কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা। আর যে সময় দিল্লিতে এই যাত্রা ছিল তখন তাপমাত্রার পারদ নিম্নমুখী। হাড় কাঁপানো শীতে যেখানে চাদর, মাফলার, সোয়েটার ও টুপি সম্বল সাধারণ মানুষের সেখানে রাহুল একটি হাফ-হাতা টি-শার্টে উষ্ণতা ছড়িয়েছে দিল্লির রাজপথে। তাতে মুখ হাঁ নেটিজ়েনদেরও। তবে রাহুলের ঠান্ডা না লাগার একটি বৈজ্ঞানিক ব্যাখ্য়া খাঁড়া হয়েছিল ঠিকই। তবে এই বিষয়ে রাহুলকে সরাসরি প্রশ্ন করা হলে কত তার সদুত্তর মেলেনি। পাল্টা সংবাদ মাধ্যমের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তিনি। রাহুল বলেছিলেন, “তাঁরা আমাকে জিজ্ঞাসা করতে থাকে আমার কীভাবে ঠান্ডা লাগে না। কিন্তু তারা কোনও কৃষক, শ্রমিক, দরিদ্র শিশুদের এই প্রশ্নগুলো করা হয় না।” তিনি আরও বলেন, “আমি ২,৮০০ কিলোমিটার হেঁটেছি। এটা কোনও বড় বিষয় নয়। কৃষক, শ্রমিকরা প্রতিদিন আরও বেশি হাঁটেন।” তবে রাহুলের এই ‘সুপার হিরো’ ইমেজ খারিজ করে দিয়ে একটি বিস্ফোরক টুইট করলেন প্রীতি গান্ধী।

Next Article