জীবন্ত করোনা রোগীকে তোলা হচ্ছে শববাহী গাড়িতে!
বছর দুয়েক আগে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে নিয়ে সুরেশ নাখুয়া (Suresh Nakhua)-র এক টুইট আলোড়ন তোলে। সেখানে দেখা যায়, ক্যাববিনেট বৈঠকে পৌঁছতে দেরি হয়েছিল রেলমন্ত্রীর। তাই গাড়ি থেকে নেমেই ফাইল হাতে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছেন।
মুম্বই: করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল দেশের বিভিন্ন রাজ্য। বিশেষ করে মহারাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে একটি ভিডিয়ো টুইট করে আলোড়ন ফেলে দিলেন বিজেপি নেতা সুরেশ নাখুয়া (Suresh Nakhua)। মঙ্গলবার বিকেলে এক ভিডিয়ো পোস্ট করেন সুরেশ। তাতে দেখা যাচ্ছে এক করোনা আক্রান্তকে তোলা হয়েছে শববাহী গাড়িতে। সেই প্রৌঢ়ার মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিকে ঢাকা। কিন্তু মুখের কাছে খুলতেই দেখা গেল তাঁর শ্বাস-প্রশ্বাস চলছে! (এই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি Tv9 বাংলা)।
এই ভিডিয়ো টুইট করে ক্যাপশনে উদ্ধব ঠাকরে সরকারকে একহাত নিয়েছেন সুরেশ নাকুয়া। তিনি লেখেন, একজন জীবিত মানুষকে শ্মশানে নিয়ে যাচ্ছে বিএমসি! এই দৃশ্য কল্পনার বাইরে। তাঁর কটাক্ষ, “আমার মনে হয় শ্মশানঘাটে কোনও মহা বাসুলী টার্গেট রয়েছে মহাবাসুলী অগধি সরকারের।”
This is beyond shocking.
“A LIVING man taken to cremation centre by BMC.”
I think there might be some #MahaVasuliTarget from cremation centres by #MahaVasuliAghadi govt. pic.twitter.com/3FoWgPVrnQ
— Suresh Nakhua ( सुरेश नाखुआ ) (@SureshNakhua) April 20, 2021
প্রসঙ্গত, মহারাষ্ট্রের শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকারকে দুর্নীতি ইস্যু নিয়ে মহাবাসুলী অগধি সরকার বলে কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সুরেশ নাখুয়া একাধিক টুইটে এই হ্যাশট্যাগ দিয়ে এই শব্দ লেখেন। টুইটারে বরাবরই সক্রিয় এই বিজেপি নেতা। বছর দুয়েক আগে রেলমন্ত্রী পীযূষ গয়ালকে নিয়ে তাঁর এক টুইট আলোড়ন তোলে। সেখানে দেখা যায়, ক্যাববিনেট বৈঠকে পৌঁছতে দেরি হয়েছিল রেলমন্ত্রীর। তাই গাড়ি থেকে নেমেই ফাইল হাতে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছেন তিনি।
আরও পড়ুন: করোনা কড়চা: আপাতত বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা
উল্লেখ্য, মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর করোনা সংক্রান্ত যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তা থেকে জানা যাচ্ছে মহারাষ্ট্রে করোনা সংক্রমণে প্রতি ৩ মিনিটে ১ জনের মৃত্যু হচ্ছে, প্রতি ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ২ হাজার ৮৫৯ জন। অর্থাৎ, প্রতি মিনিটে ৪৮ জন মহারাষ্ট্রবাসী করোনা সংক্রমিত হচ্ছেন। এই প্রেক্ষিতে বিজেপি নেতা নাখুয়ার এই টুইট অস্বস্তি বাড়াল উদ্ধব সরকারের। যদিও এ নিয়ে তাদের বা বিএমসি-র এপর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।