নয়া দিল্লি: রাজস্থানের মুখ্যমন্ত্রীর (Rajasthan CM) পদে কে বসবেন? রাজস্থানের দু-বারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে নাকি বাবা বালকনাথ? প্রথম থেকে অবশ্য বাবা বালকনাথের নাম-ই ছিল রাজনীতির চর্চার শিরোনামে। উত্তর প্রদেশের মতো এবার রাজস্থানেও আরও এক ‘যোগী’ মুখ্যমন্ত্রী পেতে চলেছে বলেও শোনা যায়। ইতিমধ্য়ে সাংসদ পদে ইস্তফাও দিয়েছেন বালকনাথ। কিন্তু, এরই মধ্যে জয়পুরে ‘শক্তি প্রদর্শন’ করে সোজা দিল্লি পৌঁছে গিয়েছেন বসুন্ধরা রাজে। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করবেন বলে সূত্রের খবর। তাহলে কি শেষবেলায় খেলা বদলে যাবে? মুখ্যমন্ত্রীর কুর্সি ছিনিয়ে নেবেন বসুন্ধরা? এমন প্রশ্ন-ই উঠছে।
সূত্রের খবর, নিজের পুরানো কেন্দ্র ঝালরাপাটান থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বসুন্ধরা রাজে। ফলে তিনিই ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন বলে মনে করেছিল রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু, এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন আলোয়ারের তিজারা কেন্দ্র থেকে জয়ী বালকনাথ। বিশেষত, যোগী ভাবমূর্তির কারণে তাঁর মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছায়া দেখা যাচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়ে ওঠেন তিনি।
তবে রাজস্থানের মুখ্যমন্ত্রীর দৌড়ে বালকনাথের নাম উঠে আসতেই নিজের শক্তি প্রদর্শন করেছেন বসুন্ধরা রাজে। গত দু-দিনে তিনি জয়পুরে গিয়ে ৪০ বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও তিনি কী উদ্দেশে বিধায়কদের সঙ্গে দেখা করলেন তা স্পষ্ট করা হয়নি। বসুন্ধরা রাজের তরফে কিছু জানানো হয়নি। তবে রাজস্থানের রাজনীতিতে তাঁর যে ঢোলপুরের মহারানির বিশেষ প্রভাব রয়েছে, তা এই ঘটনাতেই স্পষ্ট। এর মধ্যে জল্পনা আরও উসকে দিয়ে বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছে যান তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী পদ নিয়েই রাজে দলের হাইকম্যান্ডদের সঙ্গে আলোচনা করবেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। স্বাভাবিকভাবেই বসুন্ধরা রাজের এই পদক্ষেপে রাজস্থান বিজেপিতে বিদ্রোহের মেঘ দেখছেন অনেকে। যদিও বিজেপি সূত্রে খবর, দলীয় নেতৃত্বের তলবেই বসুন্ধরা রাজে দিল্লি গিয়েছেন। তিনি দলের নীতির বিষয়ে সচেতন এবং দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলবেন বলে জানিয়েছেন রাজে। ফলে শেষ পর্যন্ত কে বাজিমাত করেন, যোগী নাকি বসুন্ধরা- সেটাই দেখার!
এদিকে, রাজস্থান ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী পদাধিকারী নিয়ে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গববার রাতে প্রায় চার ঘণ্টা তাঁরা বৈঠক করেছেন। এবার বসুন্ধরা রাজের সঙ্গে বৈঠকের পর কী সিদ্ধান্ত হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।