Delhi new CM: কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? বুধবারই মিলতে পারে উত্তর
Delhi new CM: বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন।

নয়াদিল্লি: ফলাফল ঘোষণা হয়েছে দশ দিন আগে। দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিজেপি। কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? বিজেপি সূত্রে খবর, আর ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে সিদ্ধান্ত নেবে গেরুয়া শিবির। আর নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন বৃহস্পতিবার।
২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টি জিতেছে। আপ জিতেছে ২২টি আসন। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে বেশি আসন পেলেও এখনও মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি গেরুয়া শিবির। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুধবার বিজেপি বিধায়করা বৈঠকে বসবেন। আর সেই বৈঠকেই মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে একাধিক নাম সামনে আসছে। তার মধ্যে রয়েছেন পরবেশ ভার্মা। নয়াদিল্লি আসনে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালকে হারিয়েছেন তিনি। বছর সাতচল্লিশের পরবেশের বাবা সাহিব সিংও একসময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া বিজেন্দর গুপ্তা, সতীশ উপাধ্যায়, বীরেন্দ্র সচদেব এবং হরিশ খুরানার নামও সামনে আসছে।
বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন।
এদিকে, ফলাফল ঘোষণার দশদিন পরও মুখ্যমন্ত্রী ঠিক করতে না পারায় বিজেপিকে কটাক্ষ করেছে আম আদমি পার্টি। বিজেপিকে আক্রমণ করে আপের দিল্লির আহ্বায়ক গোপাল রাই বলেন, “এর আগে শেষবার দিল্লিতে যখন বিজেপি ক্ষমতায় ছিল, তখন পাঁচ বছরে তিনজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে এবারও।”





