BJP Leader’s House Attacked: ওয়াকফ আইনকে সমর্থনের ‘শাস্তি’, বিজেপি সংখ্যালঘু নেতার বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিল বিক্ষুব্ধরা

Waqf Bill: রবিবার বিকেলে বিক্ষুব্ধ জনতা ওই বিজেপি নেতার বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর শুরু করে। জানালার কাঁচ ভাঙার পর তারা বাড়িতে আগুন ধরিয়ে দেন।

BJP Leaders House Attacked: ওয়াকফ আইনকে সমর্থনের শাস্তি, বিজেপি সংখ্যালঘু নেতার বাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিল বিক্ষুব্ধরা
জ্বলছে বিজেপি নেতার বাড়ি।Image Credit source: X

|

Apr 07, 2025 | 7:26 AM

ইম্ফল: ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার শাস্তি। আগুন লাগিয়ে দেওয়া হল বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়িতে। রবিবার মণিপুরের রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আশকার আলি মাকাকমায়ুমের বাড়িতে ভাঙচুর ও পরে আগুন লাগিয়ে দেয় কিছু বিক্ষুব্ধ জনতা। তারা মুসলিম সম্প্রদায়ের বলেই মনে করা হচ্ছে।

মণিপুরের থৌবাল জেলায় বাড়ি ওই বিজেপি নেতার। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রবিবার বিকেলে বিক্ষুব্ধ জনতা ওই বিজেপি নেতার বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর শুরু করে। জানালার কাঁচ ভাঙার পর তারা বাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ ও দমকলে খবর দেওয়া হলেও, তাদের ঘটনাস্থলে পৌঁছতেও বাধা দেওয়া হয়। পথ আটকে বিক্ষোভ দেখানো হয়।

জানা গিয়েছে, আশকার আলি ওয়াকফ সংশোধনী বিলে সমর্থন করেছিলেন এবং যারা এই বিলের বিরোধিতা করছিলেন, তাদের নিয়ে কটাক্ষ, উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন। তার বদলা নিতেই ক্ষুব্ধ জনতা বিজেপি নেতার বাড়ি পুড়িয়ে দেয়।

হামলার পরই আশকার আলি ক্ষমা চেয়েছেন এবং কেন্দ্রের কাছে এই আইন প্রত্যাহারের আর্জি জানান। ফেসবুক পোস্টে ওই নেতা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজনীতি না করার আর্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজুকেও ট্যাগ করেছেন।

পুলিশ মামলা রুজু করলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।