
নয়া দিল্লি: ঘুরে দেখুন গোটা দুনিয়া। কোথায়, কীভাবে যাবেন, যেতে খরচ কত, যাবতীয় হদিস দেবে টিভি৯ নেটওয়ার্ক। আয়োজন করা হয়েছে ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’-র। টিভি৯-র এই উদ্যোগকে সাধুবাদ জানালেন বিজেপি সাংসদ মহেশ শর্মা। তিনি বলেন, দেশের বিভিন্ন সংস্কৃতি ও সৌন্দর্যকে তুলে ধরতে এটা খুবই ভাল উদ্যোগ। এর জন্য টিভি৯ নেটওয়ার্ককে ধন্যবাদ জানাই।
বিজেপি সাংসদ ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল’-র প্রশংসা করে বলেন, “দেশের পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর চিন্তাভাবনা ও দৃঢ় সংকল্পের কারণেই লাক্ষাদ্বীপ আজ মলদ্বীপকে পিছনে ফেলে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমি ৭০টিরও বেশি দেশে ভ্রমণ করেছি, কিন্তু আমি মনে করি বিশ্ব ভ্রমণের আগে পুরো ভারত ভ্রমণ করা জরুরি। প্রধানমন্ত্রী মোদীও এই কথা বলেন।”
গৌতম বুদ্ধ নগরের সাংসদ মহেশ শর্মা বলেন, “দেশের জিডিপির ৬.৮ শতাংশ পর্যটন থেকে আসে। আজ, ভারত ভ্রমণ ও পর্যটন সূচকে ৩০ পয়েন্টের বিশাল লাফিয়ে উঠেছে, যা আগে ৪০ পয়েন্ট পিছিয়ে ছিল। প্রধানমন্ত্রী মোদীর চিন্তাভাবনা হল বড় কাজ করা। এর জন্যই পর্যটনের চিত্র বদলে গিয়েছে। এই উদ্যোগের জন্য আমি TV9 কে ধন্যবাদ জানাই। এর ভবিষ্যৎ খুবই ভাল।”
আজ, ১৪ ফেব্রুয়ারি থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসব। রেড হ্যাট কমিউনিকেশনসের সহযোগিতায় TV9 নেটওয়ার্ক এই পর্যটন উৎসব আয়োজন করে। বিখ্যাত গায়ক পাপনের একটি লাইভ কনসার্টও হবে এখানে।
কীভাবে টিকিট বুক করবেন?