BJP slams Rahul: ‘বিদেশে গেলেই রাহুলের ঘাড়ে জিন্নাহর ভূত চাপে’, রাহুলকে কটাক্ষ বিজেপির

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 31, 2023 | 6:15 PM

BJP slams Rahul over California speech: ক্যালিফোর্নিয়ায় বক্তৃতা দিতে গিয়ে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। এই নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করলেন মুখতার আব্বাস নকভি এবং অন্যান্য বিজেপি নেতারা।

BJP slams Rahul: বিদেশে গেলেই রাহুলের ঘাড়ে জিন্নাহর ভূত চাপে, রাহুলকে কটাক্ষ বিজেপির
সান ফ্রান্সিসকোয় ভারতীয় সম্প্রদায়ের সামনে বক্তৃতা দিচ্ছেন রাহুল গান্ধী

Follow Us

নয়া দিল্লি: তিন মার্কিন শহর সফরের প্রথম ধাপে মঙ্গলবার (৩০ মে), ক্যালিফোর্নিয়া প্রদেশের সান ফ্রান্সিসকো-তে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই সফরে মার্কিন মুলুকে বসবাসরত ভারতীয় সম্প্রদায় এবং মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে তাঁর মিলিত হওয়ার কথা। কিন্তু, সফরের শুরুতেই ক্যালিফোর্নিয়ায় নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা এবং তার মাধ্যমে মানুষকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে। তিনি আরও দাবি করেছেন, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো আসল ইস্যুগুলি থেকে মানুষের নজর ঘোরাতে সোঙ্গোলকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। বিদেশের মাটি থেকে করা রাহুলের এই আক্রমণের কড়া জবাব দিল বিজেপি। কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি বলেছেন, বিদেশে গেলেই রাহুল গান্ধীর মাথায় মহম্মদ আলি জিন্নাহর ভূত চাপে।

সংখ্যালঘু বিষয়ক দফতরের প্রাক্তন মন্ত্রী বলেছেন, “বিদেশে গেলেই রাহুল গান্ধীর মাথায় জিন্নাহর ভূত চাপে অথবা আল কায়দা জঙ্গিদের চিন্তাভাবনা তাঁর শরীরে প্রবেশ করে। আমি তাঁকে বলব, ভারতে ফিরে আসুন এবং একজন ভাল ওঝাকে দিয়ে ভূত তাড়ান। রাহুল গান্ধীর সমস্যা হল, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সামন্ততান্ত্রিক আকাঙ্খাকে ধ্বংস করেছেন, তা তিনি আজও মেনে নিতে পারেন না। গণতন্ত্রকে রাহুল গান্ধী রাজতন্ত্র বলে মনে করেন।” এখানেই থামেননি নকভি। তিনি আরও অভিযোগ করেছেন, ভারতকে বদনাম করার জন্য চুক্তি করেছেন রাহুল। কংগ্রেস দল মুসলমান সম্প্রদায়কে ‘চিউয়িং গামে’র মতো ব্যবহার করে বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ, প্রয়োজন ফুরিয়ে গেলে ছিবড়ে করে ফেলে দেয়।

সান ফ্রান্সিসকোর বক্তৃতার প্রেক্ষিতে, রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। তিনি বলেছেন, “ভারতকে অপমান করতে কখনও পিছপা হন না রাহুল গান্ধী। ভারতকে তিনি দেশ বলেও মনে করেন না। তাঁর মতে ভারত কয়েকটি রাজ্যের সমষ্টি। বিদেশে ভারতের ভাবমূর্তিতে কালি ছেটানোর কাজ করে থাকেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর আন্তর্জাতিক জনপ্রিয়তা হজম হচ্ছে না কংগ্রেসের। সারা বিশ্ব যে আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে, তা সহ্য হচ্ছে না কংগ্রেসের। রাহুল গান্ধীর কর্মকাণ্ড একেবারেই গ্রহণযোগ্য নয়।”

রাহুলের বক্তৃতাকে ‘ক্ষমতা হারানোর বিলাপ’ বলেছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশবপ্রসাদ মৌর্য। হিন্দিতে টুইট করে তিনি বলেছেন, “লন্ডন থেকে আমেরিকা – সর্বত্র তিনি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কথা বলে চলেছেন। যদি সাহস থাকে, সেখানকার ভারতীয়দের জিজ্ঞাসা করে দেখুন। কংগ্রেস সরকারের সময় বিদেশে ভারতীয়দের অপমান করা হত। মোদী সরকারের আমল গোটা বিশ্বে সম্মান পাচ্ছে ভারতীয়রা। এটাই ভাল শাসনের পরিচয়।”

Next Article