In Depth: লোকসভা ভোটে ১৪৭ কোটি খরচ তৃণমূলের! বামেদের কত জানেন?
In Depth: নির্বাচনের পর পরই একটি রিপোর্ট প্রকাশ করে ভারতের নির্বাচনকে বিশ্বের সবচেয়ে 'ব্যয়বহুল' ভোটের তকমা দেয় ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ়’। তাদের দাবি, দেশের মোটামুটি প্রতিটি দল মিলিয়ে ২৪-এর নির্বাচনে খরচ হয়েছে ১.৩৫ লক্ষ কোটি টাকা।

কলকাতা: বহু দিন হল মিটেছে লোকসভা নির্বাচন। তৃতীয়বার নিজেদের সরকার গড়েছেন নরেন্দ্র মোদী। গত দু’বারের তুলনায় এবার পার্থক্য একটাই, তা হল জোট। এর আগের বছরগুলো নিজের দমে সরকার গঠন করেছিল পদ্ম শিবির। কিন্তু এই বছর সমীকরণটা যেন ঘেঁটে যায় বড্ড। হয় না লক্ষ্যপূরণ। অধরাই থেকে যায় মোদীর ‘আব কি বার ৪০০ পার’। বিশেষজ্ঞরা বলছেন, মূলত দেশজুড়ে বাড়ন্ত বেকারত্ব, আন্দোলন ও সবশেষে মোদীর অতিরিক্ত ‘আত্মবিশ্বাস’ই ভরাডুবির অন্যতম কারণ হয়ে যায়। কিন্তু সে সব এখন অতীত। তীরে গিয়ে তরি ডোবেনি বিজেপির। বাঁচিয়ে দিয়েছে নীতীশ-নায়ডু। আর তাদের হাত ধরেই দিল্লিবাড়ির কর্তা হয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু এই কর্তা হওয়ার খরচটা কি জানেন? নির্বাচনের পর পরই একটি রিপোর্ট...
