Shah Rukh Khan-BJP: ‘জওয়ান’ সিনেমার জন্য শাহরুখ খানকে ধন্যবাদ বিজেপির, কী কারণে জানেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 14, 2023 | 8:30 AM

Jawan: গৌরব ভাটিয়ে আরও লেখেন যে ২০০৯ থেকে ২০১৪ সাল অবধি দ্বিতীয়বার ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন সিডব্লুজি, ২জি ও কোলগেটের মতো একাধিক দুর্নীতি হয়েছিল। সেখানেই বিগত সাড়ে ৯ বছর ধরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নিষ্কলঙ্ক রেকর্ড রয়েছে। কোনও দুর্নীতি হয়নি।   

Shah Rukh Khan-BJP: জওয়ান সিনেমার জন্য শাহরুখ খানকে ধন্যবাদ বিজেপির, কী কারণে জানেন?
'জওয়ানে'র জন্য শাহরুখকে ধন্যবাদ বিজেপির।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বলিউডের বাদশাকে ধন্যবাদ বিজেপির (BJP)। সদ্য় মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ (Jawan) সিনেমা মন জয় করে নিয়েছে দর্শকদের। একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখের (Shah Rukh Khan) নতুন ছবি। এরইমাঝে কেন্দ্রের শাসক দলের তরফে ‘জওয়ান’ শাহরুখকে ধন্যবাদ জানানো হল। বিজেপির দাবি, কংগ্রেসের দুর্নীতি ভরা ১০ বছরের শাসনকালকেই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। জনগণের কাছে কংগ্রেস রাজের আসল চিত্র তুলে ধরার জন্যই ধন্যবাদ জানায় বিজেপি।

বুধবার সোশ্যাল মিডিয়ায় জওয়ান সিনেমার পোস্টারের ছবি পোস্ট করে বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া লেখেন, “আমাদের শাহরুখ খানকে ধন্যবাদ জানানো উচিত ২০০৪ থেকে ২০১৪ সাল অবধি কংগ্রেস জমানায় যে দুর্নীতি হয়েছিল, তা জওয়ান সিনেমার মাধ্যমে তুলে ধরার জন্য। এই সিনেমা দর্শকদের ইউপিএ সরকারের দুঃখজনক রাজনৈতিক ইতিহাসকে মনে করায়।”

গৌরব ভাটিয়ে আরও লেখেন যে ২০০৯ থেকে ২০১৪ সাল অবধি দ্বিতীয়বার ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন সিডব্লুজি, ২জি ও কোলগেটের মতো একাধিক দুর্নীতি হয়েছিল। সেখানেই বিগত সাড়ে ৯ বছর ধরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নিষ্কলঙ্ক রেকর্ড রয়েছে। কোনও দুর্নীতি হয়নি।

বিজেপি মুখপাত্র বলেন, “যেমন শাহরুখ বলেছেন, হাম জওয়ান হ্যায়, আপনি জান হাজার বার দাও পর লাগা সাকতে হ্যায়, লেকিন সির্ফ দেশ কে লিয়ে, তুমহারে জায়সে দেশ বেচনেওয়ালোকে লিয়ে নেহি- এই কথাটা গান্ধী পরিবারের জন্য একদম প্রযোজ্য।”

তিনি দাবি করেন, ইউপিএ জমানায় কমপক্ষে ১.৬ লক্ষ কৃষক আত্মহত্যা করেছিলেন। সেখানেই এনডিএ সরকার ন্যূনতম সহায়ক মূল্য় হিসাবে ২.৫৫ কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে পিএম কিসান সম্মান নিধি যোজনার মাধ্যমে।

পলাতক বিজয় মালিয়া তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ধন্যবাদ জানিয়েছিলেন আগের ঋণ না মেটানো সত্ত্বেও নতুন করে ঋণ দেওয়ার জন্য, এমনটাও দাবি করেন বিজেপি মুখপাত্র। শেষে তিনি লেখেন, “ধন্যবাদ শাহরুখ খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের কারণে এই ইস্যুগুলি অতীত হয়ে গিয়েছেয”

প্রসঙ্গত, শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমায় দুর্নীতি, সরকারি ব্য়র্থতা, কৃষকদের আত্নহত্যা, সরকারি হাসপাতালে শিশুমৃত্যুর মতো একাধিক ইস্যু তুলে ধরা হয়েছে।

Next Article