
গুজরাট বিধানসভায় সপ্তম বারের জন্য সরকার গড়ার পথে বিজেপি। আসন সংখ্যা ১৫০ পেরোতেই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে মিষ্টি খাওয়ালেন দলীয় কর্মীরা।

গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের পথে এগোতেই উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। টানা সপ্তমবার সরকার গঠনের জন্য শঙ্খ বাজিয়ে বিজেপিকে স্বাগত জানালেন দলীয় কর্মীরা।

গুজরাট বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ১৫০ পার করে গিয়েছে। যা পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তাই গুজরাটে বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের উল্লাসের ছবি।

গুজরাটে এবারেও উঠেছে গেরুয়া ঝড়। মোরবি ও ভীরাঙ্গাম কেন্দ্রে বিজেপির জয় ঘোষণা হতেই গেরুয়া আবির মেখে গুজরাটে বিজেপির প্রধান কার্যালয়ের সামনে বাধভাঙা আনন্দে সামিল মহিলা মোর্চার কর্মী -সমর্থকেরা।

বিজেপির আসন সংখ্যা ১৩০ পেরোতেই আহমেদাবাদে দলের প্রধান কার্যালয়ের সামনে ঢাক বাজিয়ে নাচে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। মিষ্টি বিলির প্রস্তুতিও শুরু হয়েছে।

অভিনব সেলিব্রেশন! সারা শরীরে গেরুয়া রং করে বুকে বিজেপি লিখে ও পদ্ম ফুল এঁকে গুজরাটে বিজেপির জয় উদযাপন এক দলীয় কর্মীর। আহমেদাবাদের রাস্তায় তাঁকে সঙ্গে নিয়ে শোভাযাত্রাও বের করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।