ধানবাদ: রেললাইনে হঠাৎ বিস্ফোরণের শব্দ। বুধবার মধ্যরাতে ধানবাদ শাখার ধানবাদ-গয়া রেলওয়ে সেকশনের মাঝামাঝি জায়গায় আচমকাই বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই আতঙ্ক ছড়ায়। বিপদ এড়াতে ইতিমধ্যেই একাধিক দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে।
জানা গিয়েছে, ধানবাদ-গয়ার কুমারাবাদ ও চিচাকি স্টেশনের মাঝে একটি জায়গায় বিস্ফোরণ হয়েছে। গিরিডির কাছে ওই জায়গায় কী থেকে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে এই হামলার পিছনে মাওবাদীরাই জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। রেললাইন থেকে বেশ কিছু মাওবাদী পোস্টারও উদ্ধার হয়েছে। বিপদ এড়াতে একাধিক দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। অধিকাংশ ট্রেনগুলিকেই পটনা-ঝাঁঝা হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
১. নয়া দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস
২. নয়া দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস
৩. নয়া দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস
জানা গিয়েছে, ২২৮২৪ নয়া দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, ১২৩১৪ নয়া দিল্লি – শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ও ১২৩০২ – হাওড়া রাজধানী এক্সপ্রেস ধানবাদ-গয়া রুটের বদলে পটনা-ঝাঁঝার রুট হয়ে চলবে।
১২৮১৬ আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস, যা গতকাল যাত্রা শুরু করেছে, সেই ট্রেনটিও হাজারিবাগ-গোমোর বদলে বারকানার রুট ধরে চলবে।
১২৮২৬ আনন্দ বিহার-রাঁচী ঝাড়খণ্ড সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসও রাজাবোরার পরিবর্তে কোডার্মা-হাজারিবাগ-বারকানার রুট ধরে চালানো হচ্ছে।
১৩৩০৫ ধানবাদ-়ডেহরিসান এক্সপ্রেস আজ ছাড়ার কথা থাকলেও, তা বাতিল করা হয়েছে।
১২৯৪১ ভাবনগর-আসানসোল এক্সপ্রেসও গয়ার পরিবর্তে মানপুর-কিউল-ঝাঁঝার রুট ধরে চলাচল করবে।
১৩৩০৬ দেহরি অন সোন-ধানবাদ এক্সপ্রেস
০৩৫৪৬ গয়া-আসানসোল প্যাসেঞ্জার ট্রেন
০৩৫৫৩ আসানসোল-বারাণসী প্যাসেঞ্জার ট্রেন।