Israel Embassy Blast: ইজরায়েলি দূতাবাসের বিস্ফোরণস্থলে উড়ো চিঠি, কীসের হুমকি দেওয়া তাতে?

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 27, 2023 | 7:57 AM

NIA Investigation: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরকের পোড়া কোনও অংশ বা টুকরো পাওয়া যায়নি। সেই কারণেই অনুমান করা হচ্ছে কেমিক্যাল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এনআইএ গোটা ঘটনার তদন্ত করছে। ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফেও বিবৃতি জারি করে তদন্তে সহযোগিতার কথা জানানো হয়েছে। 

Israel Embassy Blast: ইজরায়েলি দূতাবাসের বিস্ফোরণস্থলে উড়ো চিঠি, কীসের হুমকি দেওয়া তাতে?
বিস্ফোরণস্থলে চলছে তল্লাশি।
Image Credit source: AFP

Follow Us

নয়া দিল্লি: আবারও নিশানায় দূতাবাস। ফের একবার ইজরায়েল দূতাবাসের (Israel Embassy) কাছে চলল হামলা। বিস্ফোরণে কেঁপে উঠল আশেপাশের এলাকা। মঙ্গলবার বিকেলে দিল্লির চাণক্যপুরী এলাকায় ইজরায়েলি দূতাবাসের খুব কাছেই বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। ঘিরে ফেলা হয় এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ (NIA)। আর তদন্তের শুরুতেই মিলল বড় তথ্যপ্রমাণ। দূতাবাসের কাছ থেকেই উদ্ধার হল একটি চিঠি। ইজরায়েল দূতাবাসের রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে এই চিঠি (Threat Letter) লেখা হয়েছে। ইজরায়েলি পতাকায় মোড়া ছিল সেই চিঠি। তাতে কী লেখা ছিল, জানেন?

সূত্রের খবর, ইজরায়েল-হামাসের যুদ্ধ নিয়েই হুমকি চিঠি লেখা হয়েছে। টাইপ করা ওই চিঠিতে গাজায় ইজরায়েলের হামলা এবং তার বদলা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এক পাতার ওই চিঠি সংগ্রহ করেছে পুলিশ এবং ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে।

মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে ফাঁকা জমিতে জোরাল বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড ও স্পেশাল ফোর্স। পরে ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ-র তদন্তকারী দল। দিল্লি পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “এক্সপার্টরা ঘটনাস্থল খতিয়ে দেখেছেন এবং প্রমাণ সংগ্রহ করেছেন। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রমাণ।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে বিস্ফোরকের পোড়া কোনও অংশ বা টুকরো পাওয়া যায়নি। সেই কারণেই অনুমান করা হচ্ছে কেমিক্যাল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এনআইএ গোটা ঘটনার তদন্ত করছে।

অন্যদিকে, ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফেও বিবৃতি জারি করে তদন্তে সহযোগিতার কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত, ইজরায়েল-হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ইজরায়েলি দূতাবাসে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গতকালের বিস্ফোরণের পর দূতাবাসে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

Next Article
Vinesh Phogat: কুস্তিতে ‘গ্রহণ’, পদক ফেরাবেন বীনেশ ফোগটও, চিঠি প্রধানমন্ত্রীকে
Revenge: আজব প্রতিশোধ, এক্স বয়ফ্রেন্ডের গাড়িতে গাঁজা রেখে পুলিশে খবর যুবতীর! তারপর…