Boat Capsized: পিকনিক করতে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু ১২ স্কুল পড়ুয়া-সহ ১৪ জনের, ক্ষতিপূরণ ঘোষণা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

School students died: লেকে নৌকা ডুবে যাওয়ার পর ছাত্রছাত্রীদের খোঁজে উদ্ধারকাজে নামে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। নৌকার ১২ পড়ুয়া ও ২ শিক্ষিকা-সহ ১৪ জনের নিথর দেহ উদ্ধার হয়। এখনও ১ পড়ুয়া নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চলছে। নৌকার যাত্রীদের কারও লাইফ জ্যাকেট ছিল না বলে উদ্ধারকারী দল জানিয়েছে।

Boat Capsized: পিকনিক করতে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু ১২ স্কুল পড়ুয়া-সহ ১৪ জনের, ক্ষতিপূরণ ঘোষণা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
ভদোদরার হারনি লেকে ডুবে গেল স্কুল পড়ুয়া বোঝাই নৌকা। তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Jan 18, 2024 | 8:24 PM

ভদোদরা: স্কুল থেকে ছাত্রছাত্রীদের পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল। পিকনিকের ফাঁকে ছাত্রছাত্রীরা বোটিং করতে গিয়েই ঘটে গেল বিপত্তি! ছাত্র-ছাত্রীদের নিয়ে ডুবে গেল নৌকা। জলে ডুবে মৃত্যু হয়েছে ১২ খুদে পড়ুয়ার। এছাড়া ২ শিক্ষিকার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরা জেলার হারনি মোতনাথ লেকে। খবরটির সত্যতা নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

ঠিক কী ঘটেছিল?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাদোদরা জেলার একটি বেসরকারি স্কুলের তরফে ছাত্র-ছাত্রীদের হারনি মোতনাথ লেকে পিকনিক করতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওই লেকে নৌকাভ্রমণ করতে ওঠে পড়ুয়ারা। মোট ২৭ জন ছিলেন। লেকের মাঝে গিয়ে বেসামাল হয়ে পড়ে উল্টে যায় নৌকাটি।

লেকে নৌকা ডুবে যাওয়ার পর ছাত্রছাত্রীদের খোঁজে উদ্ধারকাজে নামে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। তারপর ১২ খুদে পড়ুয়া ও ২ শিক্ষিকা-সহ ১৪ জনের নিথর দেহ উদ্ধার হয়। এখনও ১ পড়ুয়া নিখোঁজ। তার খোঁজে তল্লাশি চলছে। নৌকার যাত্রীদের কারও লাইফ জ্যাকেট ছিল না বলে উদ্ধারকারী দল জানিয়েছে।

পিকনিক করতে গিয়ে স্কুল পড়ুয়াদের মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিনদুর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নৌকাডুবির ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা উল্লেখ করে নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি। জখম শিশু ও শিক্ষক-শিক্ষিকাদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।