সরকারি হাসপাতালে গড়াগড়ি খাচ্ছে মৃতদেহ, করোনা আবহে শিউরে ওঠার মতো দৃশ্য

সুমন মহাপাত্র |

Apr 12, 2021 | 8:55 PM

সবচেয়ে বড় সরকারি হাসপাতাল অর্থাৎ বিআর অম্বেদকর হাসপাতালের পরিস্থিতি দেখে গা শিউরে ওঠার মতো পরিস্থিতি।

সরকারি হাসপাতালে গড়াগড়ি খাচ্ছে মৃতদেহ, করোনা আবহে শিউরে ওঠার মতো দৃশ্য
ফাইল চিত্র।

Follow Us

ভোপাল: করোনা (COVID) আবহে হাসপাতালের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে মৃতদেহ।  হাসপাতালের বাইরে খোলা আকাশের নীচে সূর্যের আলোয়ও পড়ে রয়েছে মৃতদেহ। ভয়ঙ্কর দৃশ্য ছত্তীসগঢ়ের রায়পুরে। সেখানকার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল অর্থাৎ বিআর অম্বেদকর হাসপাতালের পরিস্থিতি দেখে গা শিউরে ওঠার মতো পরিস্থিতি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। বিআর অম্বেদকর হাসপাতালে মৃতদেহ সংরক্ষণেরও জায়গা নেই। বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেক পরিবারকে অনুরোধ করেছে, করোনায় মৃত্যু হলে যত তাড়াতাড়ি সম্ভব যেন ওই রোগীর মৃতদেহ সৎকার করা হয়।

হাসপাতালের আইসিইউতেও বেড নেই। গত সপ্তাহ থেকেই সেই হাসপাতালের আইসিইউ সম্পূর্ণ ভর্তি। রায়পুরের প্রধান স্বাস্থ্য আধিকারিক মীরা বাঘেল জানিয়েছেন, যেখানে আগে ১-২ জনের মৃত্যু হত, সেখানে এখন ১০-২০ জনের মৃত্যু হচ্ছে। তিনি বলেন, “যথেষ্ট সংখ্যক মৃতদেহ সংরক্ষণের পরিকাঠামো থাকলেও বাড়তি এই মৃত্যুর ফলে পরিস্থিতি এরকম হয়েছে।” সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রায়পুরে প্রতিদিন প্রায় ৫৫ জনের সৎকার হচ্ছে এবং তাঁদের মধ্য়ে অধিকাংশই করোনায় মৃত।

প্রসঙ্গত, রাজ্যেও করোনা পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। বঙ্গে বেডের আকাল। বেলেঘাটা আইডির বেহাল অবস্থা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে আইসিইউতে কোনও বেড নেই। ১৬০ জন করোনা রোগী ভর্তি আছেন। সেই হাসপাতালের চিকিৎসক কৌশিক চৌধুরী জানিয়েছেন, হুড়হুড় করে রোগী ঢুছেন হাসপাতালে।

আরও পড়ুন: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার, রেকর্ড সংক্রমণ দিল্লিতেও

Next Article