রাস্তার ধারে ৪ ঘণ্টা পড়ে রইল ‘ডেডবডি’, ‘আমাদের নয়’ বলে মুখ ফেরাল দুই রাজ্যের পুলিশ

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 06, 2025 | 5:55 PM

Recruitment Scam: রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আত্মীয়দের দেখা যায়, দেহের পাশে বসে কান্নাকাটি করতে। তাঁরা বলতে থাকেন, কোনও পুলিশই তাঁদের আত্মীয়ের দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে না, ময়নাতদন্তের জন্যও নিয়ে যাওয়া হচ্ছে না। 

রাস্তার ধারে ৪ ঘণ্টা পড়ে রইল ডেডবডি,  আমাদের নয় বলে মুখ ফেরাল দুই রাজ্যের পুলিশ

Follow Us

নয়া দিল্লি: ‘আমাদের কাজ নয়’, ৪ ঘণ্টা ধরে এ কথাই বলল দুই রাজ্যের সরকার। কেউ তুলে নিয়ে গেল না নিথর দেহ। দুর্ঘটনায় মৃত্য়ু হয় রাহুল আহিরওয়ার নামে ২৭ বছরের এক যুবকের। দিল্লি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। এরপর রাস্তাতেই পড়ে ছিল ওই যুবকের দেহ। উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ পুলিশের বিভ্রাটেই পড়ে রইল দেহ। কেউই দেহ নিতে চায়নি প্রথমে।

ওই যুবক রাস্তার পার হওয়ার সময় তাঁকে পিষে দিয়ে চলে যায় একটি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মধ্য প্রদেশের হরপালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানায় যে ওই জায়গাটি উত্তর প্রদেশের মাহোবা জেলার অধীনে পড়ে। তাই এই দেহ সরানো তাদের কাজ নয়। দেহ ওইভাবে ফেলেই ঘটনাস্থল ছাড়ে তারা। গ্রামবাসীরা উত্তর প্রদেশের থানায় বিষয়টি জানালে, তারা সাফ জানায় যে এটা মধ্য প্রদেশ পুলিশের বিষয়।

এরপর রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আত্মীয়দের দেখা যায়, দেহের পাশে বসে কান্নাকাটি করতে। তাঁরা বলতে থাকেন, কোনও পুলিশই তাঁদের আত্মীয়ের দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে না, ময়নাতদন্তের জন্যও নিয়ে যাওয়া হচ্ছে না।

ঘটনার ৪ ঘণ্টা পর মধ্য প্রদেশ পুলিশ ঘটনাস্থলে যায় ও দেহ উদ্ধার করে ও অটোপ্সির জন্য পাঠায়। এরপর বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

Next Article