Gutka Ad Controversy: গুটখার বিজ্ঞাপন করে বড় বিপদে পড়লেন শাহরুখ-অজয়-অক্ষয়, রেগে আগুন অমিতাভ
Shah Rukh-Ajay-Akshay: ডেপুটি সলিসিটর জেনারেল এসবি পান্ডে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চকে জানান. কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষের তরফে অভিনেতা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণকে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করার জন্য গত ২০ অক্টোবর আইনি নোটিস পাঠানো হয়েছে।
নয়া দিল্লি: আইনি বিপাকে তিন বলি তারকা। একসঙ্গে আইনি নোটিস পাঠানো হল শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগণ (Ajay Devgan) ও অক্ষয় কুমার(Akshay Kumar)-কে। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের নির্দেশে এই নোটিস পাঠানো হয়েছে। জানা গিয়েছে, শাহরুখ-অজয় ও অক্ষয় একটি গুটখার বিজ্ঞাপন (Gutka Advertisement) করেন। সেই বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই, ওই বিজ্ঞাপনের তিন অভিনেতাকে আইনি নোটিস পাঠানো হয়েছে। এবার কি তবে শাস্তির মুখে পড়তে হবে তিন বলিউড অভিনেতাকে?
শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তামাকজাত পণ্য। দেশে তামাকজাত পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা না থাকলেও, বিজ্ঞাপন নিয়ে সরকারের যথেষ্ট কড়াকড়ি রয়েছে। এবার গুটখার বিজ্ঞাপন করেই বিপাকে পড়লেন শাহরুখ খান। আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন অক্ষয় কুমার ও অজয় দেবগণ।
২০২২ সালের সেপ্টেম্বরে গুটখার বিজ্ঞাপন নিয়ে আদালতের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা অমান্য করা হচ্ছে, এই অভিযোগ এনে চলতি বছরের অগস্ট মাসে এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন আইনজীবী মোতিলাল যাদব। তিনি অভিযোগ করেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্যের বিজ্ঞাপনে সেলিব্রেটিদের অংশ নেওয়া, বিশেষ করে পদ্ম পুরস্কারপ্রাপ্ত অভিনেতারা এই ধরনের বিজ্ঞাপন করলে, সমাজে কুপ্রভাব পড়তে পারে। সেই সময় আদালতের তরফে যিনি পিটিশন দায়ের করেন, তাকে কেন্দ্রীয় সরকারের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সম্প্রতিই আদালতের তরফে ক্যাবিনেট সচিব, মুখ্য কমিশনার ও কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষকে এই মামলা নিয়ে নোটিস পাঠানো হয়। ওই নোটিসের জবাবেই ডেপুটি সলিসিটর জেনারেল এসবি পান্ডে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চকে জানান. কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষের তরফে অভিনেতা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগণকে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করার জন্য গত ২০ অক্টোবর আইনি নোটিস পাঠানো হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, এই বিজ্ঞাপন বিতর্ক নিয়ে অমিতাভ বচ্চন একটি তামাকজাত পণ্য উৎপাদনকারী সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছেন। বিগ বি-র দাবি, তিনি চুক্তি বাতিল করে দিলেও সংস্থা তাঁর বিজ্ঞাপন প্রচার করেছে।
২০২৪ সালের আগামী ৯ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।