Bangla NewsIndia Bollywood Connection of Mumbai Politician Baba Siddique
Baba Siddique and Bollywood: হাতে দুই খান, পকেটে বিপুল সম্পত্তি! এক চুটকিতেই তারকার হাট বসান বাবা সিদ্দিকী
রাজনীতির দুনিয়ার লোক হলেও অভিনয় জগতের সঙ্গে মাখামাখি সম্পর্ক রয়েছে বাবা সিদ্দিকীর। নিজেও এক সয়ম ছিলেন অভিনয়ের দুনিয়ায়। তবে রাজনীতিক হিসাবেই মুম্বইয়ে খ্যাতি তাঁর। শাখরুখ খান থেকে সলমন খান। ক্যাটরিনা কাইফ থেকে প্রীতি জিন্টা। কাজল থেকে শিল্পা শেট্টি। বলিউডের অগুন্তি তারকাকে দেখা যায় সেই পার্টিতে।