
ছাত্র জীবনে কংগ্রেসের হাত ধরে রাজনীতির আঙিনায় নেমেছিলেন বাবা সিদ্দিকী। তার পর আরব সাগরের অগুন্তি আছড়ে পড়েছে মুম্বইয়ের তীরে। ৪৮ বছর থাকার পর কংগ্রেস ত্যাগ করেছেন সিদ্দিকী।

রাজনীতির দুনিয়ার লোক হলেও অভিনয় জগতের সঙ্গে মাখামাখি সম্পর্ক রয়েছে বাবা সিদ্দিকীর। নিজেও এক সয়ম ছিলেন অভিনয়ের দুনিয়ায়। তবে রাজনীতিক হিসাবেই মুম্বইয়ে খ্যাতি তাঁর।

প্রতি বছর রমজানের সময় ইফতার পার্টির আয়োজন করেন বাবা সিদ্দিকী। সেই পার্টিতে বসে বলিউডের চাঁদের হাট।

শাখরুখ খান থেকে সলমন খান। ক্যাটরিনা কাইফ থেকে প্রীতি জিন্টা। কাজল থেকে শিল্পা শেট্টি। বলিউডের অগুন্তি তারকাকে দেখা যায় সেই পার্টিতে।

বাবা সিদ্দিকীর পার্টিতেই শাখরুক এবং সলমনকে কোলাকুলি করতে দেখা গিয়েছিল।

সলমন খানের সঙ্গে বাবা সিদ্দিকীর সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। প্রতি বছর সিদ্দিকীর ইফতার পার্টিতে হাজির থাকেন সল্লুভাই।

প্রতি বছর বাবা সিদ্দিকীর ইফতার পার্টির ছবি-ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বলিউডের অভিনেত্রীদের উপস্থিতি সিদ্দিকীর ইফতার পার্টিকে আরও গ্ল্যামারাস করে তোলে।

শোনা যায় বাবা সিদ্দিকীর সম্পত্তির পরিমাণও বিপুল। নামে-বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে তাঁর।

২০১৮ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান চালিয়েছিল তাঁর বাড়িতে। ৪৬২ কোটি টাকার হদিশ পেয়েছিলেন।