ভালবাসার মাসে TV9 নেটওয়ার্কের উপহার 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল'। দেশ-বিদেশের ভ্রমণের ঠিকানার খোঁজ দিচ্ছে এই ফেস্টিভাল। এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলল জনপ্রিয় সঙ্গীতশিল্পী পাপনের লাইভ পারফরম্যান্স।
ভ্যালেন্টাইনস ডে-র সন্ধ্যায় 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল'-এ প্রাণ সঞ্চার করলেন পাপন। তার অনন্য কণ্ঠ এবং গান দিয়ে শ্রোতাদের মোহিত করেন।
হাজার হাজার মানুষ পাপনের লাইভ গান শুনতে এসেছিলেন। TV9-এর এই উদ্যোগের প্রশংসা করেছেন গায়ক।
শুধু কনসার্ট নয়, 'দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল' ভ্রমণপ্রেমীদের জন্য অনেক কিছু সঞ্চয় করে রেখেছে। ভ্রমণ ও ছুটির পরিকল্পনা, ইকো-ট্যুরিজম, সঙ্গীত ও সংস্কৃতি কেন্দ্রিক ভ্রমণের মতো অনেক কিছু রয়েছে, যা আগত দর্শকরা উপভোগ করছিল।
পাপনের আসল নাম অঙ্গরাগ মহন্ত। পেপন অসমের বাসিন্দা । বলিউডে বেশ জনপ্রিয় গায়ক তিনি। হিন্দি ছাড়াও, পেপন বাংলা, তামিল এবং মারাঠির মতো একাধিক ভাষায় গান গেয়েছেন পাপন।
বলিউডে পাপন 'বরফি', 'সুলতান', 'হামারি আধুরি কাহানি', 'দম লাগা কে হাইশা', 'বজরঙ্গি ভাইজান' এবং 'কারিব-কারিব সিঙ্গেল'-এর মতো অনেক ছবিতে গান গেয়েছেন।