Blast Near Golden Temple: এক সপ্তাহে তিনবার! ফের স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ, গ্রেফতার ৫

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 11, 2023 | 10:17 AM

Punjab: এই নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বার বিস্ফোরণ হল স্বর্ণ মন্দিরের কাছে। পঞ্জাব পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রুড বোমা বিস্ফোরণ করানো হয়েছিল বলে অনুমান।

Blast Near Golden Temple: এক সপ্তাহে তিনবার! ফের স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ, গ্রেফতার ৫
ফাইল চিত্র

Follow Us

অমৃতসর: ফের পঞ্জাবের (Punjab) স্বর্ণ মন্দিরের (Golden Temple) কাছে বিস্ফোরণ (Blast)। বুধবার মধ্য রাতে পঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই নিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বার বিস্ফোরণ হল স্বর্ণ মন্দিরের কাছে। পঞ্জাব পুলিশ (Punjab Police) সূত্রে জানা গিয়েছে, ক্রুড বোমা (Crude Bomb) বিস্ফোরণ করানো হয়েছিল বলে অনুমান। ইতিমধ্যেই এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ বিস্ফোরণ হয়। শেষ খবর অনুযায়ী, বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্য় রাতে স্বর্ণ মন্দিরের কাছেই অবস্থিত একটি বাড়িতে বিস্ফোরণ হয়। যে ঘরে বিস্ফোরণ হয়, সেখানে দুই ব্যক্তি ও এক মহিলা ছিলেন। তাদের ইতিমধ্যেই জেরা করা শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের খবর পাওয়ার পরই পুলিশ স্বর্ণ মন্দির সহ গোটা এলাকা ঘিরে ফেলেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পঞ্জাব পুলিশ।

প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, ক্রুড বোমা বিস্ফোরণ করা হয়েছিল। বড়সড় বিস্ফোরণ ঘটাতে পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণস্থল থেকে তার নমুনা পাওয়া গিয়েছে। এই ঘটনার পিছনে বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও অবধি কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলেই জানা গিয়েছে।

পুলিশ কমিশনার নৌনিহাল সিং বলেন, “রাত সওয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্য়ে একটা বিকট শব্দ শোনা যায়। মনে করা হচ্ছে, আগের মতোই ফের একটি বিস্ফোরণ হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বর্ণ মন্দিরের পিছন থেকে বেশ কিছু টুকরো উদ্ধার করা হয়েছে। সেগুলি কীসের, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্য়েই এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে।”

উল্লেখ্য, এর আগে গত ৬ ও ৮ মে-ও বিস্ফোরণ হয় পঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছেই। প্রথম বিস্ফোরণ, অর্থাৎ গত ৬ মে-র বিস্ফোরণের ঘটনায় ৬ জন আহত হন। বেশ কিছু বিল্ডিংয়ের কাঁচ ভেঙে যায় বিস্ফোরণের জেরে। এর ৩০ ঘণ্টা বাদেই ফের আরেকটি বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণের মাত্রা কিছুটা কম ছিল। ওই বিস্ফোরণে ১জন আহত হন। ঘটনাস্থল পরিদর্শন করে যায় এনআইএ-র দলও।

Next Article