
লখনউ: এবার দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। রবিবার সকালে উড়ান শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি বিমানটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে বিমানটিকে আলাদা জায়গায় রেখে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। ডগ স্কোয়াড থেকে আনা হয়েছে পুলিশ কুকুর।
বিমানবন্দর সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ ইন্ডিগোর ওই বিমানটি দিল্লি থেকে বাগডোগরার উদ্দেশ্যে উড়ে যায়। ওড়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই বিমানে বোমা রাখার খবর আসে। কিন্তু মাঝ আকাশে যাতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে তাই তাঁদের তা জানানো হয়নি। শুরুতে পাইলট বা ক্রু মেম্বারদের তরফে যাত্রীদের ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে বিমান ঘোরানো হচ্ছে বলে জানানো হয়।
লখনউ বিমানবন্দরে বিমানটি অবতরণের পরই সেটিকে একটি আইসোলেটেড স্থানে নিয়ে যাওয়া হয়। চলে আসে পৌঁছায় বম্ব স্কোয়াড। ডগ স্কোয়াড থেকে আনা হয় বিশেষ প্রশিক্ষিত কুকুর। যাত্রীদের প্রতিটি ব্যাগ, বিমানের প্রতিটি কোণ খতিয়ে দেখা হয়। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, লখনউ বিমানবন্দরে এখনও চিরুনি তল্লাশি চলছে। তবে সন্দেহজনক কিছু মিলেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত আছেন। অন্যদিকে বোমা রাখার খবর ভুয়ো কিনা তাও খতিয়ে দেখা যাচ্ছে। শুধু মাত্র যাত্রীদের মধ্য়ে আতঙ্ক তৈরি করতে কেউ বা কারা এই খবর ছড়িয়ে দিয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।