Bomb Threat in Delhi School: সাত সকালে বোমাতঙ্ক দিল্লির স্কুলে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Bomb Threat in Delhi School: ফের বোমাতঙ্ক দিল্লির একটি স্কুলে। মঙ্গলবার সকালেই ইমেল মারফত জানানো হয়, স্কুলে বোমা রাখা হয়েছে। তারপরই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়্যাড।

Bomb Threat in Delhi School: সাত সকালে বোমাতঙ্ক দিল্লির স্কুলে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
প্রতীকী ছবি

| Edited By: অঙ্কিতা পাল

May 16, 2023 | 9:54 AM

নয়া দিল্লি: ফের সাত সকালে বোমা হামলার হুমকি দিল্লির এক স্কুলে। মঙ্গলবার সকালেই দক্ষিণ দিল্লির পুষ্প বিহারের অমৃতা স্কুলের কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। সেই ই-মেলে জানানো হয় স্কুলে বোমা রাখা হয়েছে। তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। স্কুল চত্বরে পৌঁছেছে বম্ব স্কোয়্যাড। স্কুল বিল্ডিংয়ে চলছে তল্লাশি।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিল্লির পুষ্প বিহারে অমৃতা স্কুলে সকাল ৬ টা ৩৫ নাগাদ একটি হুমকি মেইল আসে। সেখানে জানানো হয়, স্কুলে বোমা রাখা হয়েছে। এরপরই স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটমাস্থলে যায় পুলিশ। সঙ্গে পৌঁছায় বম্ব স্কোয়াডও। পুলিশ জানিয়েছে, স্কুল চত্বরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই গোটা স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়।

এদিকে এই নিয়ে দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্কের ঘটনা ঘটছে। এর আগেও দিল্লি পাবলিক স্কুল সহ একাধিক স্কুলে একই ভঙ্গিতে হুমকি মেল আসে। তারপরই তড়ঘড়ি স্কুল বিল্ডিং খালি করে দেওয়া হয়। বম্ব স্কোয়াড এসে গোটা বিল্ডিংয়ের তল্লাশি চালিয়েও কোনও বোমা মেলেনি। উড়ো মেলেই আতঙ্ক ছড়ানোর ঘটনা এর আগে দিল্লিতে ঘটেছে। একটি স্কুলে বোমাতঙ্কের মেল পাঠানোর পিছনে স্কুলেরই এক পড়ুয়ার হাত ছিল বলে তদন্তে উঠে আসে। এই ক্ষেত্রেও এমনই কোনও ঘটনা কি না, তা জানতে তদন্ত করছে পুলিশ।