নয়া দিল্লি: আবার বোমাতঙ্ক। সাতসকালেই নামকরা দুটি স্কুলে এল উড়ো মেইল। তারপর জানা গেল, দুটি নয়, ৪০টি স্কুলে এসেছে একই মেইল। সঙ্গে সঙ্গে ছড়াল আতঙ্ক। তড়িঘড়ি স্কুলে আসা সমস্ত পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠানো হয়। ইতিমধ্যেই স্কুলে পৌছে গিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াড। সপ্তাহের প্রথমদিনেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার সকালেই দিল্লির পশ্চিম বিহার ও আরকে পুরম এলাকায় দু’টি নামকরা বেসরকারি স্কুলে হুমকি ই-মেইল আসে। ইতিমধ্যেই স্কুলে ঢুকতে শুরু করেছিল পড়ুয়ারা। একে একে ঢুকছিল স্কুল বাসগুলি। অভিভাবকরাও তাদের সন্তানদের ছাড়তে এসেছিলেন। হঠাৎ বোমা রাখার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। হইচই পড়ে যায় স্কুল চত্বরে। তড়িঘড়ি স্কুল পড়ুয়াদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।
পরে জানা যায়, গোটা দিল্লি জুড়ে ৪০টি স্কুলে এমন হুমকি ইমেইল এসেছে, যেখানে বলা হয়েছে, স্কুলে বোমা লুকিয়ে রাখা হয়েছে। ফাটলে অনেকের ক্ষতি হয়ে যাবে। বোমা নিষ্ক্রিয় করার জন্য ২৫ লক্ষ টাকা দিতে হবে।
বোমা রাখার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ স্কুলগুলিতে পৌঁছয়। ছুটে আসে বম্ব স্কোয়াডও। ডগ স্কোয়াড ও দমকলও উপস্থিত হয়েছে। বর্তমানে স্কুলগুলিতে তল্লাশি চলছে। ফাঁকা করে দেওয়া হয়েছে এলাকা। এদিকে, ইমেইলগুলো কে, কোথা থেকে পাঠিয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর।
এর আগে অক্টোবর মাসে রোহিণীতে সিআরপিএফ স্কুলের সামনেও বিস্ফোরণ হয়েছিল।