AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bombay High Court: বকরি ইদে বিশালগড় দুর্গের দরগায় কুরবানির অনুমতি বম্বে হাইকোর্টের

Bombay High Court: আগামী ৭ জুন বকরি ইদ রয়েছে। আর উরস উৎসব ৮ জুন থেকে ১২ জুন পালিত হবে। 'সংরক্ষিত স্মারক' বিশালগড় দুর্গের মধ্যে রয়েছে দরগা। সেখানেই পশু-পাখি বলির অনুমতি দিল বম্বে হাইকোর্ট। তবে এই পশুবলি নিয়ে ২০১৪ সালের ১৪ জুনের একটি রায়ের উল্লেখ করলেন বিচারপতিরা।

Bombay High Court: বকরি ইদে বিশালগড় দুর্গের দরগায় কুরবানির অনুমতি বম্বে হাইকোর্টের
বম্বে হাইকোর্ট (ফাইল ফোটো)
Follow Us:
| Updated on: Jun 04, 2025 | 8:12 PM

মুম্বই: বকরি ইদে কোলাপুরের বিশালগড় দুর্গের ভিতরে দরগায় পশু কুরবানি দেওয়া যাবে। অনুমতি দিল বম্বে হাইকোর্ট। উরস উৎসবেও পশ-পাখি বলি দেওয়া যাবে বলে বম্বে হাইকোর্ট জানাল। বিচারপতি নীলা গোখলে এবং বিচারপতি ফিরদোস পুনিওয়ালার অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এই অনুমতি দিয়েছে।

আগামী ৭ জুন বকরি ইদ রয়েছে। আর উরস উৎসব ৮ জুন থেকে ১২ জুন পালিত হবে। ‘সংরক্ষিত স্মারক’ বিশালগড় দুর্গের মধ্যে রয়েছে দরগা। সেখানেই পশু-পাখি বলির অনুমতি দিল বম্বে হাইকোর্ট। তবে এই পশুবলি নিয়ে ২০১৪ সালের ১৪ জুনের একটি রায়ের উল্লেখ করলেন বিচারপতিরা। ওই রায় মেনেই পশুবলি করতে হবে বলে বম্বে হাইকোর্ট নির্দেশ দিল। গত বছর বিচারপতি বি কোলাবাওয়ালা নির্দেশ দিয়েছিলেন, দরগার সামনে কোনও ঘেরা, নির্জন স্থানে পশু-পাখি বলি দিতে হবে। প্রকাশ্য স্থানে তা করা যাবে না। গত বছরের সেই নির্দেশ এবারও মানতে হবে বলে অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দেয়।

প্রসঙ্গত, ‘সংরক্ষিত স্মারক’ বিশালগড় দুর্গে পশুবলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংরক্ষিত স্মারক চত্বরে রান্না ও খাবার খাওয়া নিষিদ্ধ। পশুবলি রান্নারই অংশ। ফলে পশুবলিও নিষিদ্ধ হওয়া উচিত বলে যুক্তি দেওয়া হয়। দেবদেবীর নামে পাবলিক প্লেসে পশুবলি দেওয়া যায় না বলেও ১৯৯৮ সালের বম্বে হাইকোর্টে ঔরঙ্গাবাদ বেঞ্চের একটি রায় তুলে ধরা হয়।

২০২৩ সালে হাইকোর্টে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জমা পড়ে। তারই পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ জুন বিচারপতি বি কোলাবাওয়ালা দরগার সামনে শর্তসাপেক্ষে পশু কুরবানির অনুমতি দেন। এবার সেইসব শর্তসাপেক্ষেই বকরি ইদ ও উরস উৎসবে পশু-পাখি বলির অনুমতি দিল বম্বে হাইকোর্ট।